header banner

নদীয়ায় নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় ত্রিকোণ প্রেমের জেরে খুনের অভিযোগ পরিবারের

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: বুধবার সকালে জলাশয় থেকে উদ্ধার হওয়া নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের হাতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে সেই নাবালিকার পরিচয়ও। ওই কিশোরীর নাম বৃষ্টি হালদার(১৭)। ত্রিকোণ প্রেমের জেরে ধর্ষণ করে খুন করা হয়েছে কিশোরীকে! নদীর ধার থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের। ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা খোড়োপাড়া এলাকার। গতকাল সকালে কৃষ্ণনগর কোতোয়ালি থানার ষষ্ঠীতলার খেয়া সারোদা ঘাট এলাকায় নদীর ধারে একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। এরপর এই খবর দেয় পুলিশকে। পুলিশ প্রাথমিকভাবে ওই নাবালিকার মৃতদে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপরেই মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

{link}
প্রাথমিকভাবে ওই কিশোরীর কোন পরিচয় না জানা গেলেও পরবর্তীকালে জানা যায় ওই কিশোরীর নাম বৃষ্টি হালদার, বয়স আনুমানিক ১৭ বছর। বাড়ি কোতোয়ালি থানার খোড়োপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায় গত সোমবার বাড়ি থেকে সে বের হয়ে যায়। এরপর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু তারপরেও খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইল নাম্বারে ফোন করা হলে ফোন রিসিভ করা হয়নি বলে অভিযোগ। ২৪ ঘন্টা পর কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। গতকাল সকালে ওই মৃতদেহটি উদ্ধার হওয়ার পর পরিবারের লোকজন খবর পেয়ে থানায় গিয়ে মৃতদেহটি শনাক্ত করে। 

{link}
তাদের অভিযোগ ওই কিশোরী বৃষ্টি হালদারের সঙ্গে রাধানগর সন্ধ্যা পাড়া এলাকার সূর্য নামে এক যুবকের সঙ্গে প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। ইদানিং ওই কিশোরী তার প্রেমিককে ফোন করলে সে ঠিক মতো কথা বলত না। উল্টে বিভিন্ন বিষয়ে ভয় দেখাতে বলে অভিযোগ ওই নাবালিকাকে। পাশাপাশি পরিবারের তরফ থেকে দাবি তোলা হয়, ওই অভিযুক্ত যুবকের সঙ্গে আরও একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। এ বিষয়ে ওই কিশোরী বৃষ্টি হালদারের মা টুম্পা হালদার বলেন, বৃষ্টি ঠিকমত পড়াশোনা করত না। সব সময় মোবাইল দেখতো। গত সোমবার সে বিষয়ে বকাবকি করেছিলাম আমি। তবে ইদানিং কোন এক ছেলের সঙ্গে বেশি কথা বলত সে। সোমবারে বাড়ি থেকে বেরিয়ে সে আর বাড়ি ফেরেনি। 

{ads}
এ বিষয়ে বৃষ্টি হালদারের কাকিমার অভিযোগ, সন্ধ্যা পাড়া এলাকার সূর্য নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে তার প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্ক শুরু হয়। তবে ইদানিং ওই যুবক অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। তাদের মেয়ের সঙ্গে ওই যুবককে ঝামেলা লেগেই থাকতো। পাশাপাশি তিনি অভিযোগ করেন ওই যুবকই তাদের বন্ধুদের নিয়ে কিশোরীকে ধর্ষণ করে খুন করেছে। ইতিমধ্যে ই কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই যুবতি কে খুন করা হয়েছে নাকি ওই যুবতী নিজেই আত্মঘাতী হয়েছেন ময়নাতদন্ত রিপোর্ট পেলেই পরিষ্কার হয়ে যাবে প্রশাসনের কাছে। পাশাপাশি পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
{ads}

news Nadia Crime Dead Body West Bengal সংবাদ

Last Updated : 2 years ago