header banner

হাওড়ার চ্যাটার্জিহাটে যুবকের আত্মহত্যার ঘটনায় অভিযোগের আঙুল কোচবিহারের তরুণীর দিকে

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 'আমার ছেলেকে পুলিশের ভয় দেখিয়েছিল। গতকাল বলেছিল তুই মরে যা। তোর সঙ্গে কোনও সম্পর্ক নেই।' প্রেমে ব্যর্থ হয়ে মানসিক অবসাদে যুবকের আত্মঘাতী হওয়ার ঘটনায় তরুণীর বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন মৃতের বাবা। রবিবার রাতে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার চারাবাগান তাঁতীপাড়া লেনে ওই যুবক আত্মঘাতী হন বলে জানা গেছে। সম্পর্ক ভাঙার জন্য কোচবিহার নিবাসী তরুণীর দিকেই অভিযোগের আঙুল তুলেছে মৃতের পরিবার। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম প্রভাত মাকাল। বয়স ৩৩। 

{link}
পুলিশের দাবি, পরিবারে তরফ থেকে জানানো হয়েছে, ওই যুবকের সঙ্গে কোচবিহার নিবাসী এক তরুণীর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। ওই তরুণী সেই সম্পর্ক থেকে প্রভাতকে বেরিয়ে আসার জন্য বলেছিল এবং তাকে ডিস্টার্ব করতে বারণ করেছিল। এতেই মানসিকভাবে ভেঙে পড়েছিল ওই যুবক। পুলিশ আরও জানায়, তরুণীর বিরুদ্ধে যুবকের পরিবারের তরফ থেকে সোমবার সকাল পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার তদন্ত করা হচ্ছে। যদিও যুবকের পরিবারের তরফে তার মা জানান, তার ছেলের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক ছিল। ওরা বন্ধুরা মিলে দার্জিলিং বেড়াতে গিয়ে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয়েছিল। এরপর থেকে তাঁর ছেলের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক তৈরি হয়েছিল। ইদানীং ওই তরুণী প্রভাতের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিল না। ফোনও বন্ধ করে দিয়েছিল। ছেলে নিজে কোচবিহারে গিয়ে তরুণীর সঙ্গে যোগাযোগ করে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও ওই তরুণী আর সেই সম্পর্ক রাখতে চাইছিল না। এই কারণেই তার ছেলে মানসিক অবসাদে এমন কান্ড ঘটিয়েছে। যদিও মৃতের বাবা বলেন, আমার ছেলের সঙ্গে ওই তরুণীর শুধু সম্পর্কই নয়, ঘনিষ্ঠতাও ছিল। শারীরিক সম্পর্ক ছিল। ওই তরুণী বিবাহিতা। ওর স্বামীও রয়েছেন। তবে ডিভোর্স চলছিল তার। আমার ছেলেকে ওই তরুণী পুলিশের ভয় দেখিয়েছিল। গতকাল বলেছিল তুই মরে যা। তোর সঙ্গে কোনও সম্পর্ক নেই। এতেই মানসিকভাবে ভেঙে পড়েছিল আমার ছেলে। ওই তরুণীর বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ দায়ের করব। অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্তে কি তথ্য উঠে আসে, তাই এখন দেখার বিষয়। 
{ads}

news Howrah Crime West Bengal suicide সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article