header banner

ভোররাতে শালিমার ৫ নম্বর গেট সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮টি দোকান

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ছট পুজোর দিন রবিবার ভোররাতে শালিমার ৫ নম্বর গেট এলাকার বি গার্ডেন থানা অন্তর্গত বিধ্বংসী আগুন। আগুন দ্রুত আশেপাশে দোকানে ছড়িয়ে পড়ে। কিছুক্ষনের মধ্যেই দাউদাই করে ছড়িয়ে পড়ে আগুন। এই ঘটনায় কমপেক্ষ আটটি দোকান পুড়ে ছাই হয়েছে। স্থানীয় সূত্রে মারফত জানা গেছে খাবার দোকান মোবাইলের দোকান পাশাপাশি আরো বেশ কয়েকটি দোকান আগুন লাগে। সকাল বেলা মানুষ যখন রাস্তা বের হয় তারা বিশাল ধোঁয়া দেখতে পারেন খবর দেয়া হয় দমকলকে ও বি গার্ডেন থানা পুলিশ আধিকারিকদের। ঘটনাস্থলে এসে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। 

{link}
আগুন দেখে চেচামেচি চিৎকার শুরু হয় এলাকায়। প্রথমে আগুন নেভানোর জন্য আশেপাশে বাড়ি থেকে বালতি করে জল নিয়ে এসে নেওয়ার চেষ্টা চালালো পরে দমকলকে খবর দেয়া হয়। এই ঘটনায় কোনরকম হতাহতে খবর না থাকলেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। সামাল দিতে বি গার্ডেন থানা পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকেন। দমকল সূত্রে জানা গেছে? আগুন লাগার কারণ এখনো অস্পষ্ট না থাকলেও প্রাথমিক অনুমান শর্ট সার্কিটে ফলে আগুন লেগেছে যদিও তদন্ত করার পরেই দেখা যাবে দমকলের আধিকারিক জানিয়েছেন প্রায় আটটি দোকান পুড়ে গেছে তার মধ্যে খাবার দোকান রিচার্জ দোকান ও পাশে কিছু প্লাস্টিক ডাম্প করা ছিল। কি থেকে আগুন ছড়িয়েছিল তাই ক্ষতিয়ে দেখছে পুলিশ। 
{ads}

news Howrah fire West Bengal সংবাদ

Last Updated : 2 years ago