header banner

Agriculture News : আগস্ট মাসে বেশ হাসি ফুটেছে চাষীদের মুখে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আমন ধান প্রধানত নির্ভর করে বৃষ্টির উপর। জুলাইয়ে তেমন বৃষ্টি না হওয়ায় প্রায় কপালে হাত পড়েছিল আমন চাষীদের (Farmers)। কিন্তু সেই শঙ্কা মিটিয়ে আগস্ট মাস জুড়ে ভালো বৃষ্টি হয়েছে - খুশি চাষীরা। ভারী বৃষ্টির অভাবে গত জুলাই মাস পর্যন্ত দক্ষিণ বাঁকুড়ার (South Bankura) খাতড়া মহকুমা এলাকায় ধান চারা রোপণের কাজ থমকে গিয়েছিল। জুলাই মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত খাতড়া মহকুমা এলাকায় মাত্র ২২৪ হেক্টর জমিতে ধান চারা রোপণের কাজ সম্পন্ন হয়েছিল।

{link}

কিন্তু আগষ্ট মাসের প্রথম থেকেই টানা বৃষ্টির জেরে দক্ষিণ বাঁকুড়ার চাষিদের মুখে হাসি ফুটেছে। কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে খাতড়া মহকুমার আটটি ব্লকে প্রায় ৭৭ হাজার হেক্টর জমিতে ধান চারা রোপনের কাজ সম্পন্ন হয়েছিল। আগস্ট মাসে বেশ হাসি ফুটেছে চাষীদের মুখে। আগস্টের শেষ সপ্তাহে ‘রেকর্ড’ সংখ্যক এক লক্ষ ১১ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। যা গতবারের থেকে অনেক বেশি।

{link}

কৃষি দপ্তরের (Agriculture Department) দাবি, আরও ২-৩ দিন ধান চারা রোপনের কাজ চলবে। তাই ধান চাষের পরিমাণ আরও কিছুটা বাড়বে। গত তিন সপ্তাহে একেবারে ঝড়ের গতিতে খাতড়া মহকুমা এলাকায় ধান চারা রোপনের কাজ হয়েছে। ধান চাষে গতবারের লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাওয়ায় খুশি কৃষি দপ্তরের আধিকারিকরাও। এক কৃষি আধিকারিক জানান, গত বছর খাতড়া মহকুমায় প্রায় ৯৪ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল। এখনও পর্যন্ত খাতড়া মহকুমায় গতবারের থেকেও বেশি জমিতে ধান চাষ হয়ে গিয়েছে। যা গতবারের লক্ষ্যমাত্রা থেকে বেশি।

{ads}

News Breaking News Rain August Month Farmers South Bankura Agriculture Department Agriculture News সংবাদ

Last Updated :