header banner

প্রধান শিক্ষকের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও প্রচার করে স্কুলে দেওয়া হচ্ছে ব্যাগ

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ একটি স্কুলে করা হচ্ছে ব্যাগ বিতরন, সামনে মমতা ব্যানার্জির ছবি। সকল ঘটনাটিই করা হচ্ছে প্রধান শিক্ষকের উপস্থিতিতে। এমনকি সম্পূর্ন ঘটনাটিও ঘটছে তার সৌজন্যেই। ফেসবুকে আবার ঘটা করে নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন শিক্ষক মহাশয়। ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। শুধু ব্যাগ বিতরণই নয়, মমতা ব্যানার্জিকে স্যালুট করে খুদে ছাত্রদের শোনানো হচ্ছে রাজনৈতিক বক্তব্য। প্রধান শিক্ষকের আচরণে নিন্দার ঝড় গোটা শিক্ষা মহলে। প্রধান শিক্ষককে সংযত হওয়ার পরামর্শ স্থানীয় তৃণমূল বিধায়কের। 

{link}
নদীয়ার করিমপুরের ভূগোলবেরিয়া আদর্শ শিক্ষা নিকেতন বিদ্যালয়ের ঘটনা। জানা যায় দিন কয়েক আগে ওই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিরীন্দ্র নাথ দাস ছাত্র-ছাত্রীদের একটি স্কুল ঘরের ভিতরে ব্যাগ বিতরণ করেন। আর সেখানেই রাখেন মমতা ব্যানার্জির ছবি। ব্যাগ বিতরণের আগে শুরু হয় রাজনৈতিক বক্তব্য। ছোট ছোট ছাত্র-ছাত্রীদের তুলে ধরা হয় তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান। তৃণমূল সরকারের আসার পর কি কি করে চলেছেন সে বিষয়ে ছাত্র-ছাত্রীদের সামনে একের পর এক বক্তব্য রাখতে থাকেন প্রধান শিক্ষক। যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটা করে নিজের ফেসবুক পেজেও পোস্ট করেছেন ওই প্রধান শিক্ষক। 

{link}
ইতিমধ্যেই প্রধান শিক্ষকের এই আচরণ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কিভাবে একজন প্রধান শিক্ষক ওই ছোট ছোট ছাত্রীদের স্কুলের মধ্যেই তৃণমূল সরকারের খতিয়ান তুলে ধরতে পারে তা নিয়ে উঠেছে প্রশ্ন। ইতিমধ্যেই বিরোধীরা এই আচরণ দেখে কটাক্ষ করতে শুরু করেছে। তবে প্রধান শিক্ষকের এই ঘটনা মেনে নিতে পারছে না করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। তিনি বলেন প্রধান শিক্ষক স্কুলের ছাত্র-ছাত্রীদের সামনে যা যা বলেছেন তা না বললেই ভালো হতো। আগামী দিনে তিনি যাতে সংযত হয়ে চলেন সেই পরামর্শ দেন তিনি। তবে এ বিষয়ে প্রধান শিক্ষক গীরেন্দ্রনাথ দাস কোন প্রতিক্রিয়া দিতে চাননি। তবে, রাজ্যে শিক্ষা কোন দিকে অগ্রসর হচ্ছে? বিষয়টি উল্লেখ করে এই প্রশ্নই তুলছেন শিক্ষিত মানুষজনেরা। 
{ads}

news controversy Mamata Banerjee West Bengal School সংবাদ

Last Updated :