header banner

কলেজ ছাত্রীকে হোয়াটসঅ্যাপ-এ অশালীন মন্তব্য, সাঁকরাইল থানায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে সাঁকরাইল থানায় এফ.আই.আর দায়ের করা হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাদের বক্তব্য গত ১৪ নভেম্বর শুভেন্দু অধিকারীকে সাঁকরাইলের এক কলেজ ছাত্রী শুভেচ্ছা পাঠিয়ে ছিলেন হোয়াটসঅ্যাপে। তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে মন্তব্য করেছেন সেটা ওই ছাত্রীর কাছে অশ্লীল ও কুরুচিক বলে মনে হয়েছে। ওই ছাত্রী মনে করছেন , যে মন্তব্য উনি করেছেন সাধারণ দৃষ্টিতে সেটা অশ্লীল বলা যায়। সেই পরিপ্রেক্ষিতে সোমবার সাঁকরাইল থানায় এফ.আই.আর করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন সাঁকরাইল কেন্দ্রের বিধায়ক প্রিয়া পাল, জেলা যুব সভাপতি কৈলাস মিশ্র, ব্লক তৃণমূলের সভানেত্রী নাসিমা কাজী সহ তৃণমূলের নেত্রীবৃন্দ।

{link}
এই প্রসঙ্গে বিধায়িকা প্রিয়া পাল বলেন, এহেন রাজনীতি ও সংস্কৃতি পশ্চিমবঙ্গের অংশ নয়। যে ভাষায় শুভেন্দু অধিকারী বীরবাহা হাঁসদা এবং এহেন মেয়েদের কে কুরুচীকর ভাষায় আক্রমণ করেছেন তা কখোনই গ্রহনযোগ্য হতে পারে না। আরও এক তৃণমূল নেতৃত্ব মন্তব্য করেন, শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা হওয়ার যোগ্যতাই নেই। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত বিজেপির বা শুভেন্দু অধিকারীর তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া আসেনি। তবে যে মেয়েটি রিপোর্ট করেছেন, তিনিও যে তৃণমূল কংগ্রেসেরই একজন কর্মী, তা তার কথা বার্তায় স্পষ্ট। বর্তমান রাজনীতিতে যেভাবে এই লড়াই, পাল্টা-লড়াই চলছে, তা যে সুদৃশ্য বোধ হচ্ছে না, তাই বারংবার উল্লেখ করছেন শিক্ষিত সমাজের মানুষজন। এখন প্রশ্ন হল এর শেষ কোথায়? 
{ads}

News Politics Suvendu Adhikari West Bengal সংবাদ

Last Updated :