header banner

পতাকা উত্তোলনের সময় সমস্যার মুখে উত্তর ২৪ পরগনার জেলা শাসক

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপনে জাতীয় পতাকা উত্তোলনের সময় নানা বিভ্রাটে চরম অস্বস্তিতে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। প্রতিবছরের মতো ১৫ ই আগস্ট  উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাতে জেলা শাসকের সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী। পতাকা উত্তোলনের সময় নানান সমস্যায় পড়তে হয় তাকে। 

{link}

উত্তর ২৪ পরগনা জেলার সদর দপ্তরে সকাল সাড়ে নটায় জাতীয় পতাকা উত্তোলন করতে আসেন উত্তর ২৪ পরগনা জেলার বর্তমান জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী।পতাকা উত্তোলনের সময় দড়ির ফাঁসে মাঝপথে আটকে যায় ফুলের পাপড়ি সমেত জাতীয় পতাকা।এরপর ফের পতাকা নামিয়ে উত্তোলন করা হয়। পতাকা নামিয়ে জেলাশাসক নিজেই আবার পতাকা উত্তোলন করলেও দন্ডের অর্ধেক পর্যন্ত গিয়ে পতাকা আটকে যায়। এরপর সাংবাদিকদের নজরে আসায় আবার পতাকা দন্ডের শীর্ষে তোলা হয়। যদিও এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী। জেলা সদর দপ্তরেই যদি এমন ঘটনা ঘটে তবে  প্রশ্নচিহ্ন ওঠে জাতীয় স্বাধীনতা দিবস পালনের উদ্যোক্তাদের কর্মকাণ্ডের অভিজ্ঞতা নিয়ে। 

{link}

ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। সাধারণত ভিভিআইপিদের হাত দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের আগে বেশ কয়েকবার পরীক্ষামূলকভাবে পতাকা উত্তোলন করা হয়, যাতে কোন বিভ্রাট না ঘটে। কিন্তু এদিন সেই পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল কিনা সে সম্পর্কেও কোন সঠিক তথ্য নেই জেলা প্রশাসনের কাছে। এটা জাতীয় পতাকার অবমাননা কিনা সেটা বলবেন সাধারণ মানুষ।
{ads}

News Independence Day 2022 North 24 pargana West Bengal India উত্তর ২৪ পরগনা সংবাদ

Last Updated :