header banner

ভারত এখন বিরাট স্বপ্ন দেখে সেই স্বপ্ন পূরণে দিনরাত কাজ করে চলেছে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :ভারত এখন বিরাট স্বপ্ন দেখে। আর সেই স্বপ্ন পূরণে দিনরাত কাজ করে চলেছে। সোমবার কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন রেলের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ৪১ হাজার কোটি টাকা মূল্যের দু হাজারেরও বেশি রেল পরিকাঠামোর প্রকল্পের সূচনাও করেন তিনি। এই অনুষ্ঠানেই ভারতের স্বপ্ন ও স্বপ্ন পূরণে দেশের প্রাণপাত করার গল্প শোনান প্রধানমন্ত্রী। অদূরেই লোকসভা নির্বাচন। এবারও কেন্দ্রের ক্ষমতায় ফিরছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকার।

{link}

ভিডিও অ্যাড্রেসে প্রধানমন্ত্রী বলেন, গত দশ বছরে মানুষ এক নয়া ভারত গড়ে উঠতে দেখছে। রেলওয়েজের পরিবর্তনও দেখছেন দেশবাসী। বন্দে ভারত চালু হয়েছে। রেললাইন হয়েছে পরিচ্ছন্ন। বৈদ্যুতিকরণ করা হয়েছে রেললাইন। প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় রেল এতদিন রাজনীতির শিকার হয়েছিল। কিন্তু আজ এই রেলই হয়ে উঠেছে ভ্রমণ করার সহজ মাধ্যম। রেলে যে বিপুল সংখ্যাক কাজের সুযোগ বেড়েছে, তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের অর্থনীতির শ্রীবৃদ্ধি হচ্ছে। তাই বাড়ছে বাজেট।

{link}

তাই দুর্নীতির কারণে রাজস্বের টাকা ঘরে না আসে, তাহলে উন্নয়নের চাকা হয়ে যাবে স্তব্ধ। তিনি এও জানান, যেসব রেলস্টেশন সংস্কার করা হচ্ছে, স্থানীয় সংস্কৃতি ও শিল্পের ওপর ভিত্তি করে সেগুলি তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আমি দেশের তরুণদের বলতে চাই, তাঁদের স্বপ্ন পূরণ আমায় করতেই হবে। আপনাদের স্বপ্ন ও কঠোর পরিশ্রম এবং আমার দৃঢ়প্রতিজ্ঞা এই ত্রয়ী হল বিকশিত ভারতের গ্যারেন্টি। পূর্বতন সরকারের প্রসঙ্গে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমার আমলে জনগণের টাকা লুট হওয়া বন্ধ হয়েছে। প্রতিটি পাই-পয়সা যা আয় হচ্ছে, রেলের কাজেই তা ব্যয় করা হচ্ছে।

(ads)

news Prime Minister Narendra Modi India সংবাদ

Last Updated :