header banner

বাঁকড়ার পর এবার সীতানাথ বোস লেন, পুস্পবৃষ্টির মধ্যে দিয়ে সন্মাননা জ্ঞাপন কেন্দ্রীয় বাহিনীকে

article banner

সোমবারের পর মঙ্গলবারেও পুষ্পবৃষ্টি করে কেন্দ্রীয় বাহিনীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো হাওড়ায়। সাথে স্লোগান উঠলো 'বন্দেমাতরম', 'ভারত মাতা কি জয়'। আজ সকালে উত্তর হাওড়ার সীতানাথ বোস লেন, ওড়িয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করার সময় তাদের পুষ্পবৃষ্টি করে অভ্যর্থনা জানানো হয়। আগের দিনের মতোই এদিনেও বিশেষ করে বাড়ির মহিলারা পুষ্পবৃষ্টি করতে লক্ষ্য করা যায়। পুষ্পবৃষ্টি করা হয় ফ্ল্যাটবাড়ির উপর থেকেও। এদিন গোলাবাড়ি থানার পুলিশও রুট মার্চের সময় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিল। সকলকেই পুষ্পবৃষ্টি করে স্বাগত জানানো হয়। সকলে অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন কিনা সে বিষয়েও এদিন সাধারণ মানুষের কাছে জানতে চান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 


এহেন উষ্ণ অভ্যর্থনা পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি কেন্দ্রীর বাহিনীর সেনারাও। এবারে কার্যত নির্বাচনের আগে কয়েকদিন যাবৎ ধরে জনগনের উদ্যোগে এধরনের এক নতুন চিত্র চোখে পড়ছে বাংলার মাটিতে। যা সচরাচর অন্য কোন রাজ্যে খুব একটা চোখে পড়ে না। কেন্দ্রীয় সেনাবাহিনীকে এহেন সন্মাননা প্রদানের উদ্যোগ অবশ্যই নজর কাড়বে দেশবাসীর। 

{ads}
 

Indian Army Central Force Route Merch Election Assembly Election Howrah West Bengal India

Last Updated :