header banner

প্রথম দিনেই হতাশা বজবজ শাখায়

আজ থেকে লোকাল ট্রেন চালু হলেও শিয়ালদহ বজবজ শাখায় ট্রেনের সংখ্যা অনেকটাই কম বলে বুধবার মাঝেরহাট স্টেশন থেকে জানিয়েছেন যাত্রীরা।ফলে দীর্ঘদিন পর লোকাল ট্রেন চালু হলেও পুরপুরিভাবে মিটল না সমস্যা।স্টেশনে উপস্থিত এক যাত্রী জানান তিনি অনেকক্ষন ধরেই তারা মাঝেরহাট প্লাটফর্মে অপেক্ষা করছেন কিন্তু মাইকে অ্যানাউন্স করা হলেও ট্রেন আসেনি বজবজ শাখায়।কোনো বিকল্প পথ না থাকায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।দীর্ঘদিন পর বাড়ি ফিরছেন অনেকে।তাই তারা মনে করছেন শিয়ালদহ থেকে বালিগঞ্জ গিয়ে সেখান থেকে অন্য কোন উপায়ে বাড়ি ফিরতে হবে তাদের।বুধবার প্রথম দিনে শিয়ালদহ দক্ষিন শাখায় সকাল থেকেই যাত্রীর সংখ্যা ছিল তুলনামূলক ভাবে বেশি।তার সাথে ট্রেনের সংখ্যাও অনেক কম বজবজ শাখায়।শিয়ালদহ থেকে ট্রেন চলছে মোট ১৪টি।ট্রেনেগুলির মধ্যে সময়ের ব্যাবধান অনেক বেশি সেখানেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের।তবে সময়ের সাথে সাথে সমস্যারও সমাধান হয়ে যাবে।বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ট্রেন পুনরায় চালু হয়েছে, জনজীবন আবার পুরোনো ছন্দে ফিরছে এই কথাটিই মানুষের কাছে অমৃত স্বরূপ।{ads}

indian railways full journey indian railways journey indian railways indian local train simulator indian local train games indian local train simulator trailer sealdah local train sealdah local train

Last Updated :