header banner

প্রতীক্ষার অবসান , বইছে খুশির হাওয়া

article banner

প্রতীক্ষার অবসান , দীর্ঘ সাত মাসের ও বেশী সময় পরে অবশেষে আগামী বুধবার ১১ ই নভেম্বর থেকে চালু হতে চলেছে পূর্ব এবং দুক্ষিন পূর্ব রেলের লোকাল ট্রেন । যাত্রী মহলে খুশির হাওয়া । প্রতিদিন গড়ে পূর্ব এবং দক্ষিন পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ শাখায় প্রায় ২০-২২ লক্ষ্য নিত্য যাত্রী যাতায়াত করেন লোকাল ট্রেনে ।স্বাভাবিক ভাবে নিত্য যাত্রী উপকৃত হবে সেই নিয়ে কোন সন্দেহ নেই। রেল যাত্রীদের স্বাস্থ্যর কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি অনুযায়ী লোকাল ট্রেন স্যানিটাইজ করার কাজ করছে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল ।{ads}

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ কি বললেন শুনে নিন -

এই মুহূর্তে শিয়ালদহ এবং হাওড়ায় সাজ সাজ রব । একদিকে করোনা সংক্রমণকে রোধ করা অন্যদিকে যাত্রীদেরকে সুরক্ষার মধ্যে রাখা এটাই এখন ভারতীয় রেলের কাছে চ্যালেঞ্জ ।বিভিন্ন বড় স্টেশন গুলিতে নেওয়া হচ্ছে যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা স্বার্থে নেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধি অনুযায়ী একাধিক ব্যাবস্থা ।তাঁর মধ্যে থাকছে স্যানিটাইজেশন , মাস্ক পড়ার ক্ষেত্রে নজর রাখা হবে । অফিস টাইমে যাত্রী ভিড় সামাল দিতে একাধিক লোকাল ট্রেন চালাবে রেল , সামাজিক দূরত্ববিধির কথা মাথায় রেখে সর্বত ভাবে সেটাকে মান্যতা দেওয়ার চেষ্টায় আছে রেল । কিন্তু বাস্তবে তা কতটা সম্ভব হবে সে প্রশ্ন থাকছে , অপেক্ষা করতে হবে বুধবার সকাল পর্যন্ত তারপরই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ।{ads}

আগস্ট মাসের মাঝে মাঝে সময়ে একবার লোকাল ট্রেন চলার সম্ভাবনা প্রবল হয়েছিল ।সেই সময় পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল চূড়ান্ত প্রস্তুতি পর্ব প্রায় সেরে ফেলেছিল ।এবারও সেই চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ এখন শুধু মাত্র ট্রেন চলার অপেক্ষায় । দীর্ঘ সাত মাস পরে স্টেশন গুলিতে ফিরে আসবে স্বাভাবিক ছন্দ ।স্টেশন গুলি ফিরে পাবে পুরানো চেনা ছবি একই সঙ্গে সাধারণ মানুষ তাঁরাও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিন্তু তারপরও এই প্রশ্ন থাকবে যে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন শীতেই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে ।সেই ক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে যাত্রীরা কতটা সচেতনতার সঙ্গে যাতায়াত করেন সেটা ভবিষ্যৎ বলবে ।তবে রেল কতৃপক্ষ যাত্রীদের কাছে স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানিয়েছেন ।আগে অফিস টাইমে ট্রেন চলত হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের ১৭৭ টি তার জায়গায় আগামী বুধবার থেকে করোনা পরিস্থিতির মধ্যে হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের ট্রেন চলবে ১৪৪ টি।করোনার আগে যাদের মান্থলি নষ্ট  হয়েছিল তাদের মান্থলি ক্যারি ফরওয়ার্ড করা হবে। তবে যারা দাঁড়িয়ে যাবেন ট্রেনে তারাও যেন নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখে সেই দিকটাও নজর দেওয়া হবে ।{ads}

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী কি বললেন শুনে নিন - 

 

indian railways the hindu analysis today howrah howrah news howrah news bengali howrah news live howrah news today howrah news today bengali howrah news today live indian railway indian railways docum

Last Updated :