header banner

Indian Railways : ফের একবার শিরোনামে ভারতীয় রেল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ট্রেনের পরিষেবা নিয়ে বারবার যাত্রীদের প্রশ্নের মুখে পড়তে হয় ভারতীয় রেলকে। তবে এবার যা ঘটল তাতে লজ্জায় মাথাকাটা গেলো যাত্রীদেরই। ফের একবার খবরের শিরোনামে ভারতীয় রেল (Indian Railways)।

{link}

তবে এবার আর নিজেদের কোনও দোষে নয়, পুরোটার জন্যই দায়ী যাত্রীরা। দূরপাল্লার ট্রেনে রেলের তরফ থেকে যাত্রীস্বাচ্ছন্দ্যের জন্য যে চাদর এবং তোয়ালে দেওয়া হয় তা চুরি করার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজের। রেলকর্মীরা প্রয়াগরাজের প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের ব্যাগ পরীক্ষা করছিলেন।

{link}

সেই সময় তাঁরা এক মহিলার ব্যাগ থেকে সাদা তোয়ালে এবং বিছানার চাদর খুঁজে পান। তাঁরা বুঝতে পেরে যান সেগুলি রেলের কামরা থেকেই চুরি করা হয়েছে। পাশেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি সেই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। তারপরেই মুহূর্তে সেটি নজর কাড়ে নেটিজেনের। সকলেই ওই মহিলা যাত্রীর কর্মকাণ্ডের নিন্দা করেছেন। কেউ কেউ বলেছেন, এই কারণেই রেল টিকিটের ভাড়া বৃদ্ধি করতে বাধ্য হয়।

{ads}

News Breaking News Indian Railways Uttar Pradesh সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article