আজ ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতীয় জাতীয় কংগ্রেসের নেত্রীর জন্মদিনে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সম্মুখে অবস্থিত ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃবৃন্দরাও। করোনার আবহে উৎযাপনে সমারোহের ঘাটতির কথাও উল্লেখ করেন। এদিনই নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার পক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কেন্দ্রীয় সরকারকে পাঠানো চিঠি নিয়ে দিলীপ ঘোষের কটাক্ষের জবাব দেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।
.jpeg)
দিলীপ বাবুর এই মন্তব্যের জবাবে তাকে মাথামোটা বলে সম্মোধন করেছেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, রাজনীতির সঙ্গে ছুটির আবেদন পাঠানোর কোনো সম্পর্ক নেই। তাই এই বিষয়ের মধ্যে রাজনীতির খোঁজ করা নিতান্তই মাথামোটার পরিচয়। তাঁর মতে, যেখানে মহাত্মা গান্ধী এবং অন্যান্য মহান স্বাধীনতা সংগ্রামীদের জন্মদিন উপলক্ষ্যে ছুটি দেওয়া হয়ে থাকে, সেখানে নেতাজির জন্মদিনে ছুটি ঘোষণাও যথাযথ। তাই, বিজেপি সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিজেপি বর্গীর মতো রাজ্যে প্রবেশ করেছে এবং তারা বদলা নেওয়ার রাজনীতিতে বিশ্বাসী। তাই বাংলার মানুষ সবসময়ই বিজেপির সমস্ত কাজকে আশকারা না দিয়ে রুখে দাঁড়িয়েছে। এদিন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জী মেদিনীপুরের ভূমিপুত্র এবং রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে তৈরী হওয়া রাজনৈতিক জট নিয়ে মন্তব্য করেন । তিনি জানান, শুভেন্দু বাবুর রাজনৈতিক অবস্থান এখনো স্পষ্ট নয়, তাই এই মূহূর্তে তাকে নিয়ে মন্তব্য করা একেবারেই শোভনীয় নয়।
২০২১-এর বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল এবং বিজেপির তৈরী করা লড়াইয়ের ময়াদানে শুভেন্দু অধিকারী একজন গুরুত্বপূর্ণ ঘুঁটি। তাই, এই মুহুর্তে দাঁড়িয়ে রাজনৈতিক মহলে বাকযুদ্ধও স্বাভাবিক একটি বিষয়। তবে এই বাকযুদ্ধে শেষ মূহূর্তে কার মুখে হাসি ফোটে তার প্রমাণ দেবে নির্বাচনের ফলাফল।
Last Updated : 4 years ago