header banner

রাজ্যের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইন্দ্রনীল সেন-এর বাড়ির সামনে বোমাবাজি, গ্রেপ্তার ৬

article banner

রাজ্যের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইন্দ্রনীল সেন-এর বাড়ির সামনে বোমাবাজি। এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি মোটরবাইক। বুধবার স্থানীয় সময় রাত আটটা নাগাৎ বাইকে চড়ে এলাকায় এসে ইন্দ্রনীল সেন-এর বাড়ির উল্টোদিকে অবস্থিত একটি স্কুলের পিছন থেকে তার বাড়ির দিকে বোমাবাজি করেন দুষ্কৃতীরা। সৌভাগ্যবশত তিনি তখন বাড়ি ছিলেন না, ছিলেন চন্দনগরে। বিকট শব্দে বোমা বিস্ফোরন হয়, স্বাভাবিক ভাবেই বোমার শব্দে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন। এলাকায় চিৎকার চেঁচামেচি শুরু হলেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে ঘটনাস্থলে এসে পৌছায় লালাবাজারের গুন্ডা দমন শাখা। এলাকার দখল নেয় পুলিশ।


সিসিটিভি ফুটেজ দেখে ও স্থানীয়দের জেরা করার পর এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে গৌতম মন্ডল, সোনু সাউ, রাহুল রায়, ভোলা পাশোয়ান, অশোক বৈদ্য সহ আরও এক ব্যাক্তি কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে আরো বেশ কিছু বোমা উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইন্দ্রনীল সেন ঘটনাটিকে “কাপুরুষের মতন কাজ” বলে কটাক্ষ করেছেন। ঠিক কি কারনে এই হামলা সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পিছনে কে বা কাদের হাত রয়েছে সে বিষয়ক তথ্যও জিজ্ঞাসাবাদ থেকে উঠে আসবে বলে আশাবাদি তদন্তকারিরা। 

{ads}

Indranil Sen Minister of Information and Broadcasting West Bengal Attacked Bombing Crime News Arrested Police Lalbajar Police Station West Bengal News

Last Updated :