header banner

World Tribal Day 2022: শান্তিপুরে পালিত জাতীয় আদিবাসী দিবস

article banner

নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর: বিরসা মুন্ডার ছবিতে মাল্যদান, ঝুমুর নাচ এবং রক্তদান শিবিরের মধ্যে দিয়ে নদিয়ার শান্তিপুরে পালিত হল জাতীয় আদিবাসী দিবস। মঙ্গলবার শান্তিপুর থানা এলাকার বাবলা গ্রাম পঞ্চায়েতের কন্দখোলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুস্থানে হাজির ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ বিশিষ্ট ব্যক্তিরা। 

{link}

দেশজুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় আদিবাসী দিবস পালন করা হচ্ছে। এ রাজ্যের বিভিন্ন প্রান্তেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।রাজ্য সরকারের পক্ষ থেকে আদিবাসীদের আরও বেশি উৎসাহ দিতে এবং সমাজের সামনের সারিতে নিয়ে আসতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই এদিন শান্তিপুর বিধানসভায় বাবলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আদিবাসীদের নিয়ে নাচ-গান এবং রক্তদান শিবির আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয় এই দিনটি। 

{link}

এদিন বিরসা মুন্ডার ছবিতে মাল্যদান এবং আদিবাসীদের ঝুমুর নাচ দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন প্রায় ৫০ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, “সরকার আদিবাসীদের নিয়ে অনেক প্রকল্প গ্রহণ করেছে। আগামীদিনে যাতে তাঁরা যাতে প্রথম শ্রেণিতে উঠে আসতে পারেন, সেই লক্ষ্যে সরকার আরও ভালো কিছু করার চিন্তাভাবনা করছে।”
{ads}

News Nadia Santipur International Day of The World's Indigenous Peoples West Bengal India সংবাদ জাতীয় আদিবাসী দিবস

Last Updated :