শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে নওসাদ (Nawsad )। মূলত তাঁর আমন্ত্রনেই মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে (Furfura Sharif) গিয়েছেন বলেই অনেকে মনে করেন। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে ওই ISF নেতা কি এবার তৃণমূলে যাচ্ছেন? সওকাত মোল্লা ও নওসাদ সিদ্দিকীর সম্পর্ক যে যথেষ্ট তিক্ত তা আমরা সবাই জানি। সেই পরিস্থিতিতে এবার কি রসায়ন হতে চলেছে? নওসাদ সম্পর্কে এক সময় সওকাত ‘জঙ্গি’, ‘সন্ত্রাসবাদী’ বলে কটাক্ষ করেছিলেন।
{link}
কিন্তু সেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি যদি তৃণমূলে যোগ দেন তাহলে? কারণ, ভাঙড়ের রাজনীতিতে শওকত-নওশাদের দ্বন্দ্ব কারও অজানা নয়। মাঝে মধ্যেই দুই নেতা বিভিন্ন ইস্যুতে দোষারোপ করে থাকেন একে অপরকে। এই অবস্থায় যদি তৃণমূলে নওশাদ যোগ দেন তাহলে অসুবিধা হবে না ক্যানিং পূর্বের বিধায়কের? কিছুটা হেসেই বললেন, দল যা সিদ্ধান্ত নেবে তা তিনি মাথা পেতে নেবেন। বস্তুত, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগদানের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বৈঠক করেন। প্রায় কুড়ি মিনিটের মতো বৈঠকের পর থেকেই নওশাদের দলবদলের জল্পনা আরও তীব্রতর হয়।
{link}
ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি যদিও বলেছেন, “নওশাদ সিদ্দিকি যদি তৃণমূলে যায় তাহলে শাসকদলের লস হবে। নওশাদ মমতাকে চমকে দিচ্ছে শুধু। ও চাইছে তৃণমূলে যোগ দেব না। তবে দু’চারটে সিট যদি পাওয়া যায় সেই চেষ্টা করছেন। তৃণমূলে যোগ না দিয়ে ওদের কাছ থেকে দু’চারটে সিট আদায় করতে চাইছে। এই প্ল্যানে উনি এগোচ্ছে বলে আমার মনে হয়।” ঘটনা কি হবে তা হয়তো ভবিষ্যৎ উত্তর দেবে। তবে আম বাঙালি এই দুই নেতার কথা শোনার জন্য মুখিয়ে আছেন।
{ads}