header banner

Arjun Singh : ইজরায়েলের পতাকা হাতে শোভাযাত্রা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গত ৬ই এপ্রিল হয়ে যাওয়া ভাটপাড়ার (Bhatpara) রামনবমী শোভাযাত্রায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Singh) সহ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের হাতে ইজরায়েলে পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গেছিল। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে।

{link}

ইতিমধ্যেই এই ব্যাপারে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ প্রিয়াঙ্গু পান্ডের বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম জানান রামনবমী শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা হাতে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করা উদ্দেশ্য ছিল অর্জুনের বলে দাবি করেন।

{link}

তার পাশাপাশি ভারত সহ বাংলার সংস্কৃতি নষ্ট করতে চাইছে। অপরদিকে বিধায়কের বক্তব্যের কথা খারিজ করে দিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন ভারতের বন্ধুদেশ ইজরায়েল, সুতরাং প্রকাশ্যে সেই দেশের পতাকা নেওয়া কোন অপরাধ নয়।

{ads}

News Breaking News Arjun Singh BJP Bhatpara সংবাদ

Last Updated :