header banner

রেললাইন অবরোধ, বিঘ্ন চলাচল যাদবপুরে 

article banner

 

আজ বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে ধর্মঘট চলছে যাদবপুর স্টেশনে। সকাল থেকেই উপস্থিত সিপিএম এবং কংগ্রেসের কর্মী সমর্থকেরা। একত্রিত হয়ে স্লোগান উঠেছে কেন্দ্রের বেপরোয়া মনোভাবের বিরুদ্ধে।

রাজ্য তথা দেশ জুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের উদ্যোগে ডাকা ধর্মঘটে সামিল হয়েছে বাম-কংগ্রেসের অনুগামীরা। সেই ধর্মঘটকেই সফল করতে আজ উত্যপ্ত যাদবপুর রেল লাইন। সকাল থেকেই লাইন জুড়ে দেখা যাচ্ছে অবরোধ। সামগ্রিক ভাবে স্তব্ধ হয়েছে পড়েছে যাত্রী চলাচল। কর্মী সমর্থকদের এই উদ্যোগে নেতৃত্বদান করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তাদের উল্লিখিত একাধিক দাবির মধ্যে রয়েছে শ্রমিকদের ১০০দিনের কর্ম সংস্থান, দেশের যুবক যুবতীদের বেকারত্ব দূরীকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত মূল্য হ্রাস, দেশ জুড়ে কৃষি থসকস শুরু করে রেল ও অন্যান্য বিভাগে বেসরকারিকরণের বিরোধ ইত্যাদি।

করোনা পরিস্থিতিতে বনধের সমর্থনে স্বাভাবিকভাবেই ভুলে যাওয়া হয়েছে প্রাথমিক দূরত্ব বজায় রাখার নিয়মাবলী। জমায়েত কমিয়ে দিয়েছে সংক্রমণের ভয় এবং সতর্কতা বজায় রাখার গুরুত্ব। তাই, শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষদের চাহিদার দাবি জানাতে গিয়ে স্বাভাবিকভাবেই বিলীন হয়ে পড়ছে সচেতনতা বজায় রাখার সংজ্ঞা।{ads}

all india strike 2020 all india strike today bharat bandh news today bharat bandh today bangla news news bangla howrah howrah news howrah news bengali howrah news live howrah news today howrah news to

Last Updated :