header banner

সুদ দিতে পারবো না মূল ফিরিয়ে দেব , জয় বন্দ্যোপাধ্যায়

article banner

বিধানসভা নির্বাচনের আগেই দলবদল থেকে সংসারে ভাঙন লেগেই আছে ।বাক্তিগত সম্পর্কের দুর্লভ চিত্রের ছায়া পড়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে ।রোজই দলবদলের চিত্র কমবেশি শক্তির প্রকাশ ঘটাচ্ছে শাসক ও বিরোধী দলগুলিতে। কৃষক আন্দোলন থেকে শুরু করে করোনা , রবীন্দ্রনাথ ঠাকুর থেকে অমর্ত্য সেন সমস্ত কিছুই এখন রাজনৈতিক চিত্রের অঙ্গ হয়ে পড়েছে।এর মধ্যে আরও এক নতুন বাকযুদ্ধ শুরু হচ্ছে যেখানে প্রধান ভাষ্যরূপ হচ্ছে কে কত ত্যাগ করেছেন।কে বিবাহ করেছেন ? কে বিচ্ছেদ করছেন ? বিচ্ছেদের পরে দুই বিরোধী স্বামী -স্ত্রী সভা করছেন একই স্থানে ভিন্ন সময়ে ।{ads}

গতকাল উদয়নারায়নপুরের একটি স্থানীয় সভায় অভিনেতা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় জানান উদয়নারায়নপুর এবার বিজেপির দখলে চলে আসবে , কেউ আটকাতে পারবে না ।তিনি আরও জানিয়েছেন মানুষের সুখ শান্তি কেড়ে নিয়েছে রাজ্যের শাসক দল ,মানুষের থাকা কেড়ে নিয়েছে , কেড়ে নিয়েছে কৃষকের কৃষি , কেড়ে নিয়েছে স্বাস্থ।তিনি জানিয়েছেন যে মানুষের প্রাপ্য তাঁরা ফিরিয়ে দেবেন কিন্তু সদু দিতে পারবেন না ।
রাজনৈতিক গতিবিধি মানুষকে তাঁর প্রাপ্য ফিরিয়ে দেওয়ার প্রতিস্রুতি দিচ্ছে কিন্তু সুদ নয় ।সাধারণ মানুষের প্রশ্ন, তাহলে কি মানুষ অতিরিক্ত আশা করতে পারে না , তাঁদের স্বপ্নের সোনার বাংলা কি সোনার ফসলে ভরে যেতে পারে না ? 
তিনি সভায় এগারো সাল ও চোদ্দ সাল থেকে উন্নতির যে মাত্রা তা প্রকাশ করেন কেন্দ্র ও রাজ্যের পার্থক্য বিভেদে ।{ads}
 

Joy Banerjee BJP Udaynarayanpur West Bengal News West Bengal Election TMC bjp west bengal news assembly election 2020

Last Updated :