header banner

কলাপাতায় মধ্যাহ্নভোজ জে পি নাড্ডার

article banner

“ভীষন ভালো” একেবারে খাঁটি বাংলা ভাষাতেই কৃষক পরিবারের বাড়িতে খাওয়ার পর রান্না প্রসঙ্গে ঘরের মহিলাকে ধন্যবাদ জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ দুপুরে কাটোয়ার এক কৃষক পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজন  করেন জেপি নাড্ডা। একেবারে বাঙালি বাড়ির অনুষ্ঠানের মতোই কলাপাতা ও মাটির পাত্রে খাদ্য পরিবেশন করা হয় তাকে। খাওয়া শেষে তৃপ্তির একগাল হাঁসি লেগেছিল এই দুঁদে রাজনৈতিক নেতার মুখে।


কৃষক পরিবারের এক বয়োজ্যেষ্ঠা মহিলা আরতি করে তাকে গৃহে স্বাগত জানান। বাড়ির চারধারের অন্য বাড়িগুলির ছাদে সেই দৃশ্য দেখার জন্য বহু মানুষ দাঁড়িয়ে ছিলেন। তারপর সেই বাড়ির গোয়ালের গরুকে ঘাসও খাইয়েছেন তিনি। সব মিলিয়ে সভা ও র্যা লি বাদ দিয়ে রাজনীতির বাইরে শনিবারের দুপুর কিন্তু বেশ ভালোই কাটল জে পি নাড্ডার। 

{ads}
 

JP Nadda Lunch at West Bengal BJP Politics Election West Bengal India

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article