header banner

পুলিশের উর্দি পড়েই প্রতিবেশী যুবককে মারধর জগাছা থানার আধিকারিকের, চাঞ্চল্য হাওড়ায়

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: জগাছা থানায় কর্তব্যরত পুলিশ অধিকারিক অরুন ভৌমিকের বিরুদ্ধে নিজের প্রতিবেশীকে পাশবিক ভাবে মারধর করার অভিযোগ। মারধরের কারনে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এক যুবক। আক্রান্ত যুবক অভিযুক্ত পুলিশ আধিকারিকে প্রতিবেশী। পরিবারের অভিযোগ ঘটনার সূত্রপাত কয়েক বছর আগে। তাঁদের পরিবার নিজেদের একটি জমি বিক্রি করে। পরিবারের অভিযোগ জগাছা থানায় কর্তব্যরত অরুন ভৌমিক ওই জমি সস্তায় কেনার অনেক চেষ্টা চালায়। তবে দাম কম দেওয়াতে তাঁরা তাঁকে জমি বিক্রি না করে ভালো দামে অন্য ক্রেতাকে জমিটি বিক্রি করে দেন। আর তারপর থেকে নানা অছিলাতে অরুন ভৌমিক তাঁদের পরিবারের সদস্যদের হেনস্থা করতে থাকে। যদিও প্রতিবেশী হওয়ার কারণে তাঁরা বিশেষ কিছু বলেন নি। 

{link}
যদিও চলতি সপ্তাহের সোমবার দিন হঠাৎ অরুন ভৌমিক তাঁদের পরিবারের সদস্য অনুপ আচার্য্যকে বেধড়ক মারধর করে। পরিবারের লোকেরা তাঁকে বাঁচাতে এলে তাঁদেরকেও নোংরা ও অশ্লীল ভাষাতে গালিগালাজ করার অভিযোগ পরিবারের তরফ থেকে। এতটাই মারধর করা হয় যে অনুপ বাবু সংজ্ঞাহীন অবস্থায় পড়ে যান। পরিবারের অভিযোগ এরপর তাঁকে হাওড়া হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা তার শারীরিক পরিস্থিতি যথেষ্ট আসঙ্কাজনক বলেই জানায়। পরিবারের প্রশ্ন একজন পুলিশ আধিকারিক তার উর্দি পরিহিত অবস্থায় এই ধরণের কাজ জি ভাবে সংঘটিত করলেন। তাই নিয়ে পুলিশের ভূমিকায় যথেষ্টই ক্ষুব্ধ তাঁরা।
পরিবারের পক্ষ থেকে লিলুয়া থানাতে লিখিত অভিযোগ জানান হয় ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে। যদিও হাওড়া সিটি পুলিশ কমিশনার এই ঘটনাকে দুই পরিবারের বিরোধ বলেই উল্লেখ করেন।যদিও আহত অনুপ আচার্য্যর স্ত্রী জানান ঘটনার দিন হঠাৎই অরুন ভৌমিক এসে তার স্বামীর গলা টিপে ধরে বেধড়ক মারধর করতে থাকে। কি কারণে তাঁকে মারা হচ্ছে জানতে চাইলে আরও মারধর শুরু হয়। তার স্বামীর গোপনাঙ্গেও আঘাত করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি তাকেও ধর্ষণের হুমকি দেয় ওই জগাছা থানার পুলিশ আধিকারিক। লিলুয়া থানাতে ওই জগাছা থানার আধিকারিকের বিরুদ্ধে তাঁরা লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন। তাঁরা চান পুলিশ ওই আধিকারিকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক।


হাসপাতাল সূত্রে জানা গেছে ঘটনার দিন থেকে এখনও ঠিকভাবে কথা বলতে পারছেন না আহত অনুপ আচার্য্য। এছাড়াও তার হাত ও পাও অসার হয়ে আছে। যদিও তার মাথার আঘাত যথেষ্ট গুরুতর বলেই জানা যাচ্ছে। বিষয়টির গুরুত্ব বুজে ঘটনার পরে অভিযুক্ত পুলিশ আধিকারিক অরুন ভৌমিক নগদ টাকা দিয়ে বিষয়টিকে ধামাচাপা দিতে যায়। যদিও সেই প্রস্তাব পরিবারের সদস্যরা প্রত্যাখ্যান করে বলেই সূত্রের খবর। যদিও গোটা ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ জগাছা থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা। পরিবারের দাবি তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্যি বের করুক পুলিশ। এছাড়া অভিযুক্তকে কড়া শাস্তি দিক হাওড়া সিটি পুলিশ।গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্কের মধ্যেই রয়েছে লিলুয়ার বাসিন্দা আচার্য্য পরিবার। তাঁদের প্রশ্ন রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কে তাঁদের পাশে দাঁড়াবে ?

{ads}
 

news Howrah police crime West Bengal সংবাদ

Last Updated :