header banner

ত্রিভুবনের শক্তি অলংকৃত গঙ্গা পারে

article banner

 বেলুড় মঠ সারদাপীঠে দেবী জগদ্ধাত্রীর অধিবাস, আমন্ত্রন শুরু হয়েছে অষ্ঠমীর সন্ধ্যায়, অর্থাৎ ২২ শে নভেম্বর ৬.৩০ নাগাদ শুরু হয় দেবীর অর্চ্চনা। একে দেবীর শুদ্ধিকরণ অনুষ্ঠানও বলা হয়। এরই মাধ্যমে বেলুড় মঠের দেবীর পুজা শুরু হয়েছে।
আজ তিন বেলায় সপ্তমী-অষ্ঠমী ও নবমী পুজা এক দিনেই হবে । প্রথা  মেনে নবমীর ভোরে বেলুড় মঠ সারদাপীঠে শুরু হলো ৭৫ তম জগদ্ধাত্রী পুজো।দেবী জগদ্ধাত্রীর পূজা অনুষ্ঠিত হয় দুর্গাপূজার ঠিক একমাস পর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে। সপ্তমী, অষ্টমী ও নবমী – এই তিন দিন দেবী জগদ্ধাত্রীর পূজা হয়ে থাকে।  জগদ্ধাত্রী শব্দের অর্থ জগৎ+ধাত্রী বা ত্রিভুবন পালিকা , দুর্গা, কালী সহ অন্যান্য শক্তিদেবীগণও জগদ্ধাত্রী।  নিয়মমতো নবমীতেই   সপ্তমী অষ্টমী  ও নবমী পুজো করা হয়।  গতকাল সন্ধ্যায় দেবীর অধিবাস ও আমন্ত্রণ অনুষ্ঠান হয় । আজ ভোর সাড়ে পাঁচটায় দেবীর প্রাণপ্রতিষ্ঠার পর পূজা শুরু হয়। এখন চলছে পুর্বাহ্নের পূজা। এগারোটায় মধ্যাহ্ন পূজা এবং দুপুর দুটোয় হবে অপরাহ্ন পূজা।  বিকেল চারটেয় হোম।  সন্ধে সাড়ে ছটায় আরতী।  সকাল ন'টা থেকে পুষ্পাঞ্জলি শুরু হয়েছে।

 
কালীপূজার পর করোনা পরিস্থিতির উপর নজর রেখে বেলুড়ে রামকৃষ্ণ মিশন সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোতেও সাধারনের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঠের পক্ষ থেকে। বেলুড় মঠের ঐতিহ্যের এক অন্যতম অঙ্গ এই পূজা। এবার এই পূজা পদার্পন করল ৭৫ বছরে। এই বছরের পূজা অনুষ্ঠিত হবে মা সারদার প্রার্থনা কক্ষে। নব্বই এর দশক পর্যন্ত ওই কক্ষেই হতো মায়ের পূজো। তারপর থেকে আগের বছর অবধি পূজো হয়েছে প্রর্থনা কক্ষের পাশের কংক্রিটের বেদিতে।পূজা করছেন সন্ন্যাসীরা তল্পিবাহক হিসেবে থাকছেন ব্রহ্মচারী মহারাজেরা।{ads}
 

Sradapith belur math jagadhatri puja 2020 belur math jagadhatri puja 2019 belur math jagadhatri puja 2018 belur math arati belur math ashtami puja 2020 khandana bhava bandhana howrah howrah news howra

Last Updated :