header banner

দুর্ঘটনার কবলে গাড়ি, অল্পের জন্য প্রানরক্ষা সাংসদ জগন্নাথ সরকারের

article banner

দুর্ঘটনার কবলে গাড়ি, অল্পের জন্য প্রানরক্ষা রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারের। সম্পূর্ন ঘটনাটিই পূর্বপরিকল্পিত বলে অভিযোগ করছেন তিনি। প্রসঙ্গত, শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা বারাসাত হেলা বটতলা মোড় এলাকায় জাতীয় সড়কের একধারে দাঁড়িয়েছিল সংসদের গাড়িটি। অভিযোগ,সেই সময় পণ্য বোঝাই একটি ছয় চাকার লরি দ্রুতগতিতে এসে গাড়িটিকে ধাক্কা মারার ফলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় গাড়ির লুকিং গ্লাস ভেঙে গেছে। তবে চালক ও দেহরক্ষীর তৎপরতায় কার্যত প্রাণে বেঁচে যান সাংসদ সহ সকলে। সম্পূর্ণ বিষয়টিকে পরিকল্পিত ঘটনা বলে অভিযোগ তুলেছেন সাংসদ নিজে।


বিগত দিনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে সাংসদকে। তারই পরিপ্রেক্ষিতে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করার চক্রান্ত করছে শাসক দলের একাংশ বলে দাবি করছেন তিনি। পাশাপাশি ঘটনায় অভিযুক্ত লরির চালক বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ নাগরিকত্বের কোনো প্রমান পত্র দেখাতে পারেননি বলেও অভিযোগ এই সংসদের। যার ফলে সম্পূর্ণ বিষয়টি পূর্বপরিকল্পিত বলে দাবি করছেন তিনি। ভোটের আগে সাংসদের গাড়ি দুর্ঘটনা ইতিমধ্যেই আলোচনা সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে। সম্পূর্ণ ঘটনার পূর্ণ তদন্তের দাবি করেছেন সাংসদ জগন্নাথ সরকার। এখন তদন্তের ফলে কি তথ্য সামনে এসে দাঁড়ায় তাই দেখার বিষয়। 

{ads}
 

Jagannath Sarkar BJP Member of Lok Sabha Accident Politics election News Barasat West Bengal India

Last Updated :