header banner

Digha : ভেসে এল জগন্নাথ দেবের মূর্তি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দীঘার (Digha) মাইতি ঘাটের কাছে রবিবার বিকেলে সমুদ্রে জলে ভেসে উঠলো জগন্নাথদেবের কাঠের মূর্তি। যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যায় সৈকত শহর দীঘা এলাকায়। মাইতি ঘাটে নতুন ঘাট তৈরির কাজ চলছিল। মিস্ত্রিদের চোখে পড়ে জলে ভাসছে একটা বড় কাঠের মূর্তি।

{link}

জল থেকে তুলে এনে দেখা যায় ওই কাঠের মূর্তিটি প্রভু নীলাচল জগন্নাথ দেবের (Jagannath)। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী থেকে পর্যটকরা ভিড় জমান ঠাকুরকে দেখতে। আগামী ৩০ এ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন রয়েছে। আশ্চর্যজনকভাবে ওই জগন্নাথ দেবের মন্দিরের সামনে যে ঘাট তৈরি হচ্ছে সেখানেই ঠাকুর ভেসে উঠলো। নেহাত কাকতলীয়, না দেব মহিমা, সবাই স্তম্ভিত। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে ভেসে আসা জগন্নাথ দেব।

{link}

সোশ্যাল মিডিয়া  ও লোকমুখে দূরদূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে এই কথা। কেনই বা মন্দির ঘাটেই উঠলো, এই সব নিয়ে চলছে জোর জল্পনা। শাসকদল তৃণমূলের অফিসিয়াল পেজে ও পোষ্ট করা হয় মূর্তির ছবি। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা ও রাত্রি হলেও জগন্নাথ দেবের ঐ মূর্তিটি কেউ গ্রহণ করেনি,এমন কি মাসির বাড়ি জগন্নাথের,তারাও কেউ আসেনি। শেষমেস রাত্রি ৯:৩০মিনিট নাগাদ দিঘা স্টেশন সংলগ্ন এলাকায় বাড়ি স্থানীয় এক বাসিন্দা অবনী সামন্ত(ভোগীব্রাম্ম পুর গ্রাম) তার বাড়িতে ওই মূর্তি নিয়ে গিয়ে পুজো করেন আনন্দ সহকারে। প্রসাদ খেতে ও মূর্তি দেখতে ভিড় জমান মানুষজন।

{ads}

News Breaking News Digha Jagannath সংবাদ

Last Updated :