header banner

আন্দুলের জগবন্ধু কলেজে শাসকদলের দুই গোষ্ঠীর ছাত্র সংঘর্ষে উত্তপ্ত কলেজ ক্যাম্পাস

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ফের রাজনৈতিক সংঘর্ষের কারনে উত্তপ্ত শিক্ষাঙ্গন। ছাত্র সংঘর্ষের কারনে গুরুতর আহত ৩ বুধবার হাওড়ার আন্দুল জগবন্ধু কলেজে ছাত্র সংঘর্ষে উত্তাল কলেজ ক্যাম্পাস। মূলত শাসক দলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে ইউনিয়ন দখল করাকে কেন্দ্র করে দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ। তৃণমূল ছাত্র পরিষদের পতাকা তোলা কে কেন্দ্র করে প্রথমে বচসা ও বাগযুদ্ধ শুরু হয়। তারপরেই সেই বচসা রূপান্তরিত হয় হাতাহাতিতে। একে অপরের ওপর চড়াও হয়ে ব্যাপক মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে সাঁকরাইল থানার বিশাল পুলিশ বাহিনী। সুরক্ষার দিকে নজর রেখে পরিস্থিতি স্বাভাবিক করতে র্যা ফ মোতায়েন করা হয়েছে।

{link}
এহেন রাজনৈতিক সংঘর্ষ আন্দুল জগবন্ধু কলেজে নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার রাজনৈতিক সংঘর্ষের কারনে সংবাদের শিরোনামে উঠে এসেছে এই কলেজের নাম। আক্রান্ত ছাত্রদের অভিযোগ, বহিরাগত বিজেপির কিছু লোকেরাই আজ তাদের মারধর করেছে। যদিও অসমর্থিত সূত্রের খবর, কলেজেরই শাসকদলের ছাত্র সংগঠনের দুটি আলাদা গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষ হয় পতাকা উত্তোলন কে কেন্দ্র করে। সম্পূর্ন ব্যাপারটি ক্ষতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। যদিও কলেজ কতৃপক্ষের তরফ থেকে কোরকম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়নি। বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ চত্বরে। 
{ads}

news Andul Jagabandhu College TMC students clash West Bengal সংবাদ

Last Updated :