header banner

মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জয় শ্রী রাম শ্লোগান, ছন্দ কাটল বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ঠিক যেন ভিক্টোরিয়ায় নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম বর্ষপূর্তী উদযাপনের অনুষ্ঠানের পুনরাবৃত্তি। পুনরায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সরকারি অনুষ্ঠানে জয় শ্রী রাম শ্লোগান বিজেপি কর্মীদের। যার ফলে তাল কাটলো শুক্রবার হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী অনুষ্ঠান উপলক্ষ্যে হাওড়া স্টেশনের ২২ নং প্ল্যাটফর্মে পৌঁছানোর পরেই তার উদ্দেশ্যে জয় শ্রীরাম স্লোগান দেন উল্টো দিকে থাকেন বিজেপি কর্মীরা। এই নিয়ে শোরগোল পড়ে যায়। পরিস্থিতি সামলাতে বিজেপি কর্মীদের থামানোর চেষ্টা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জনগণকে শান্ত হতে আবেদন জানান সাংসদ সুভাষ সরকার। 

{link}
ফলপ্রসূত বহু অনুরোধেও এদিন আর মঞ্চে উঠতে রাজি হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঞ্চের নিচের আসনে গিয়ে বসেন। প্রথমে মঞ্চে বসলেও মুখ্যমন্ত্রীর কাছে নেমে আসেন প্রাক্তন ফুটবলার তথা সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে রাজ্যপাল এরপর মঞ্চে গিয়ে বসেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মঞ্চের নিচে থেকেই বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগ নিয়ে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। তাকে অনুষ্ঠান ছোট করে বিশ্রাম নিতে অনুরোধ করেন তিনি। এছাড়াও বন্দে ভারত এক্সপ্রেস সহ আজ রাজ্যে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প চালু করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। বিশেষ করে উল্লেখ করেন জোকা-তারাতলা মেট্রোর কথা। শুক্রবার বেলা ১১-৪০ মিনিট নাগাদ ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্টেশনে ট্রেনের ফ্ল্যাগ ওফ করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীসভার প্রতিনিধিরা, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। 
{ads}

news CM Mamata Banerjee Vande Bharat West Bengal Jay Shree Ram সংবাদ

Last Updated :