সাংবাদিক বৈঠকে দলের ঘোষণার আগেই আসন্ন বিধানসভায় প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষণা করেলেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী| এর সাথেই নাম না করে ফের পিকে কে তীব্র কটাক্ষ করলেন বিধায়ক জটু লাহিড়ী | জেলা নেতৃত্ত্ব যা বলবে তাই করবো, আর কারোর কথায় দলীয় কাজ করবো না বলে মন্তব্য করেন তিনি। এর পাশাপাশি মঙ্গলবার সকাল থেকেই জটু লাহিড়ীর নামে দেওয়াল লিখনও শুরু হয়ে গেছে।
উল্লেখ্য বিষয় গতকালই সাংবাদিক বৈঠকে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছিলেন জটু লাহিড়ী। এর পাশাপাশি গতকাল রাতে থেকেই শিবপুর বিধানসভা এলাকার বিভিন্ন এলাকায় জটু লাহিড়ী নামে শুরু হয়ে যায় দেওয়াল লিখন। দেওয়াল লিখনে কোথাও তাঁকে আগামী ভোটে জয়যুক্ত করতে আবেদন, কোথাও প্রার্থী করতে আবেদন চোখে পড়ল। এই বিষয়ে জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় জানান, বিষয়টি দলকে জানানো হয়ে এই বিষয়ে যা করার দল করবে। এই প্রসঙ্গে জটু লাহিড়ীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে অস্বীকার করেন। যার ফলে একথা স্পষ্ট যে তৃনমূলের এই বর্ষীয়ান নেতা নিজেকে পদপ্রার্থী হিসাবে ঘোষনা করলেও দলের পক্ষ থেকে কোন নিশ্চয়তা এখনও দেওয়া হয়নি।