গতকাল দুপুরে তৃনমূলের পক্ষ থেকে ঘোষনা করা হয়েছে একুশের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা। যে তালিকায় বাদ পড়েছেন তৃনমূলের বহু বর্ষীয়ান ও পরিচিত নেতা। দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় একদম শুরুতেই তাদের কথা উল্লেখ ও করেছেন। এহেন একজন নেতাই হলেন হাওড়ার জটু লাহিড়ী। কালকে দলের প্রার্থী তালিকায় স্থান পাননি তিনিও। শনিবার সকালে বিজেপি নেতা মুকুল রায়ের সাথে দেখা করতে যান তিনি। আর সেখান থেকে মুকুল রায়ের সাথে দেখা করে হাওড়ায় ফিরে বিক্ষুদ্ধ জটু লাহিড়ীর মন্তব্য “সিট না দিলেও জীবনের শেষ দিন পযন্ত বিজেপি করব”, যার ফলে একথা স্পষ্ট যে কার্যত সিট না পাওয়ায় ক্ষুদ্ধ হয়ে সরাসরি বিজেপিতে যাওয়ার কথা ঘোষনা করলেন তিনি। এছাড়াও সাক্ষাৎকারে তার পুরোনো দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভের বানি শোনা যায় তার মুখ থেকে। একেবারে এ যেন এক অন্য ‘কাকু’ কে দেখছেন হাওড়ার মানুষ। তিনি বলেন তার বহু বছরের এই রাজনৈতিক জীবনে এরকম ঘৃন্য সরকার আমি দেখিনি। এছাড়াও মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি বলেন সারা বাংলাকে তিনি ভিখারি তৈরি করছেন।
উল্লেখ্য বিষয় বেশ কিছুদিন আগে হাওড়ার শিবপুর কেন্দ্রে নিজেই নিজেকে প্রার্থী বলে ঘোষনা করেছিলেন জটু লাহিড়ী, সাথে বলেছিলেন দল ছেড়ে আমি যাব না। কিন্তু তারপরেই শুক্রবার প্রার্থী তালিকা ঘোষনা করে তৃনমূল। যেখানে শিবপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মনোজ তিওয়ারি কে। তারপরেই সমস্ত চিত্রের পরিবর্তন ঘটে। তৃনমূলে দিদির দুঃখের সময়ের সাথী এবার ঘর ভেঙে বিপক্ষ শিবিরের পথে। অভিযোগ তাকে দল থেকে অপমান করা হয়েছে। এখন বিজেপিতে যোগদানের পর বিজেপি তাকে তার প্রাপ্য সন্মান প্রদান করে কি না তাই দেখার বিষয়।
{ads}