header banner

প্রয়াত শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: প্রয়াত হলেন হাওড়ার শিবপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী। আজ সকালে হাওড়ার নিজস্ব বাসভবনেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রয়ানকালে বয়স হয়েছিল প্রায় ৮৭ বছর। গত প্রায় এক মাস যাবৎ তিনি বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন। আজ সকালে বিদায় নিলেন পৃথিবী থেকে।

{link}
শিবপুর কেন্দ্র থেকে মোট পাঁচবারের বিধায়ক ছিলেন তিনি। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকারও নির্বাচিত হয়েছিলেন একসময়। প্রথমে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং পরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি যথাক্রমে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১১ ও ২০১৬ সালে শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০২১এ তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জটু লাহিড়ী। তিনি বিজেপিতে টিকিট না পেলেও রাজ্য কমিটিতেজায়গা পান। ২০২১-এ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার সময় জটু লাহিড়ী দলের প্রতীকে টিকিট পাননি। তারপরেই বিদ্রোহী হয়ে তিনি গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। জটু লাহিড়ী তাঁর রাজনৈতিক জীবনে দু'বার কংগ্রেসের প্রতীকে ও তিন বার জোড়াফুলের প্রতীকে বিধায়ক হয়েছিলেন। জটুবাবুর স্ত্রী ও মেয়ে আগেই প্রয়াত হন। বর্তমানে তাঁর ছেলে ও পরিবার রয়েছে। তার মৃত্যুর খবরে শোকের আবহ হাওড়া তথা বঙ্গের রাজনৈতিক মহলে। শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বহু রাজনৈতিক নেতৃবর্গ ও মানুষ আসছেন তার ঘরে। 
{ads}

news Howrah Jatu Lahiri Death West Bengal সংবাদ

Last Updated :