header banner

সুন্দরবনের মানুষকে স্বনির্ভর করে তুলতে এগিয়ে এলো জয়নগর নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্র

article banner

সুদেষ্ণা মন্ডল, সুন্দরবন: এলাবাসীদের স্বনির্ভর গড়ে তুলতে এবার এগিয়ে এলো জয়নগরের নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্র। সুন্দরবনের নদী-খাঁড়িতে মাছ-কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ। তবে তাঁদের মাছ ধরার এলাকা নির্দিষ্ট করা রয়েছে। জঙ্গলের গভীরে বা 'কোর' এলাকায় মাছ ধরতে বা অন্য কোনও কারণে ঢোকা নিষিদ্ধ। কিন্তু অভিযোগ, বেশি মাছ-কাঁকড়ার লোভে অনেক মৎসজীবীই নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ছেন। গত কয়েক বছরে 'কোর' এলাকায় ঢুকে বাঘের হামলার মুখে পড়ে প্রাণও হারিয়েছেন অনেকে।
{link}
সেই কারণে এগিয়ে এসেছে জয়নগর নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্র। এই কেন্দ্রের এক বিজ্ঞানী প্রবীর কুমার গড়াই জানান যেভাবে সুন্দরবনের গভীর অরণ্যে মধু সংগ্রহের উদ্দেশ্যে মৌলেরা যায়, বিপদ থাকলেও তাদের কিছু করার থাকে না। কিন্তু তারা মধু সংগ্রহ করে, যেটা এক জরুরী কাজ। বাঘেদের কোর এরিয়ায় ঢুকে পড়ার কারণে প্রচুর মৌলেরা মারা যায়। এর কারণে নিমপীঠ কৃষি বিজ্ঞান থেকে সেই সব মৌলেদের নিয়ে কৃষি বিজ্ঞান অফিসে সেমিনার করা হয়। সেখানে তাদেরকে গভীর জঙ্গলে না গিয়ে ঘরে বসে কিভাবে মৌমাছি পালন করে, মধু সংগ্রহ কর, বিক্রি করে, ঘরে বসে বেশি টাকা আয় করা যায় সেই তথ্য দিলেন নিমপীঠ কৃষি বিজ্ঞানের বিজ্ঞানীরা। 
এপ্রিল, মে ও জুন  এই তিন মাস মধু সংগ্রহ করা হয় সুন্দরবনের জঙ্গল থেকে যেখানে তাদের বৈধ পাশ দিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া হয়। যে জঙ্গলে বাঘ থাকে না সেই সমস্ত জঙ্গলে এদেরকে নিয়ে যাওয়া হয়। বনদপ্তরের নিরাপত্তা দিয়ে সেখানে তারা মৌমাছির বাক্স বসিয়ে গড়ান। গেঁওয়া, বকশি, ইত্যাদি গাছে প্রচুর মৌমাছি মৌচাক বানায়। এই তিন মাস সেখান থেকে তারা মধু সংগ্রহ করে প্রায় কয়েক লক্ষ টাকা উপার্জন করে। পাশাপাশি তারা এপ্রিল, মে, জুন, এই তিন মাস ছাড়া বাকি ৯ মাস তারা বিভিন্ন সিজনের ফুল-ফল যেখানে হয়ে থাকে সেখানে তারা বাক্স বসিয়ে এই মৌমাছি চাষ করে মধু সংগ্রহ করে। তারা প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করেন। বাড়িতে বিভিন্ন গাছ, জামরুল থেকে লিচু ,পেয়ারা, সরষে সহ বিভিন্ন ফল ও ফুল গাছের কাছে বাক্স বসিয়ে মধু সংগ্রহ করে তারা সেখানে কয়েক হাজার টাকা আয়  করতে পারে মাসে মাসে। এহেন একাধিক উপায় বলা হয়েছে। এখন দেখার বিষয় যে তাঁরা এই উপায়গুলিকে কাজে লাগাতে কতটা সক্ষম হন।
{ads}
 

Sundarbans Jaynagar West Bengal News Apiculture সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article