header banner

বোমাবাজি কে কেন্দ্র করে আবার উত্তপ্ত জয়নগর, আতঙ্কে এলাকাবাসী

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: বোমাবাজির কারনে উত্তপ্ত জয়নগর। পুলিশের হাতে গ্রেফতার দুই। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কে এলাকাবাসী। দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার আলিপুর গাজীপাড়া ধাপাস বল খেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। কাজী পাড়ার মাঠে খেলার প্যান্ডেল করাকে ঘিরে গন্ডগোল শুরু হয়। মঙ্গলবার সকালে হঠাৎ এলাকায় কয়েকজন দুষ্কৃতী এসে অনবরত বোমা বাজি করতে থাকে। বোমার আঘাতে বেশ কয়েকজন আহত হয়।  খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসে জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের গাড়ির লক্ষ্য করেও বোমা ছোঁড়া হয়। এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। আহতদের চিকিৎসার জন্য নিমপীঠ গ্রামীণ হাসপাতালে আনা হয়েছে। পুলিশ ঘটনার স্থল থেকে বারোটার বেশি ক্যাসেট বোমা উদ্ধার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো চাপা উত্তেজন আছে।  ঘটনাস্থল থেকে জয়নগর থানার পুলিশ দুজনকে আটক করেছে। এর সাথে আরও কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনার কারনে আতঙ্ক ও ভয়ের আবহ স্থানীয় এলাকাবাসীদের মধ্যে। 

{ads}

news Jaynagar West Bengal South 24 Paragana সংবাদ

Last Updated :