header banner

ভক্তি ও শ্রদ্ধা সহযোগে জয়রামবাটীতে পালিত মায়ের ১৬৮ তম জন্মতিথি

article banner

আজ শ্রী শ্রী সারদা মায়ের ১৬৮ তম জন্মতিথি। পরম ভক্তি সহকারে মায়ের জন্মতিথি উৎসব পালিত হচ্ছে জয়রামবাটি মাতৃমন্দিরে। মঙ্গলবার ভোর থেকে মাতৃ মন্দিরে মায়ের মঙ্গলারতির মধ্য দিয়ে বিশেষ এই দিনটি পালন শুরু হয়েছে। সারা দিন জুড়ে রয়েছে আরও নানান অনুষ্ঠান।সব মিলিয়ে আজ উৎসবের মেজাজ জয়রামবাটিতে। সেই উপলক্ষেই সকাল থেকে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মায়ের অসংখ্য ভক্ত তার দ্বারে এসে উপস্থিত হয়েছেন মাকে শুভকামনা জানিয়ে প্রার্থনা করার উদ্দেশ্যে। সব মিলিয়ে ভক্তি, শ্রদ্ধা ও উৎসবের আবহে মায়ের ঘর আজকের দিনে কানায় কানায় পরিপূর্ন হয়ে উঠেছে। 

কিন্তু সব দিক বিবেচনা করে কোভিড পরিস্থিতির উপর লক্ষ্য রেখে বেশ কিছু নিষেধ জারি করা হয়েছে মাতৃমন্দির কতৃপক্ষের তরফ থেকে। প্রত্যেক দর্শনার্থীর মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করা আবশ্যক, পরস্পরের মধ্যে নূন্যতম ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়াও হাত জোড় করে প্রনাম করা ও নাট মন্দিরে প্রবেশ করার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রসাদ দেওয়া সম্পূর্নভাবে বন্ধ না থাকলেও দেওয়া হচ্ছে শুধুমাত্র শুখনো প্রসাদ। বন্ধ রয়েছে অতিথিশালা। কিন্তু এই সব কিছুর নিয়েই আজ কিন্তু মায়ের দরবারে তার সন্তানের সংখ্যা নেহাত কম নয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তেরা ঘুরে দেখছেন মায়ের বাড়ি ও মাতৃমন্দির সাথে সাথেই অংশ নিচ্ছেন বিশেষ পূজাপাঠে। জনৈক একজন পূন্যার্থী জানিয়েছেন, প্রতিবারই তারা এখানে আসেন এবং সারাদিন থাকেন। কিন্তু এবার কোভিডের কারনে সেই সুবিধা নেই, নির্দিষ্ট সময়ের জন্যেই দেখা করা যাচ্ছে মায়ের সাথে। তার মতো বাকি প্রায় সকল ভক্তদেরই মায়ের কাছে প্রার্থনা একটাই, ‘মা এই পৃথিবীকে তুমি করোনামুক্ত করো’ 


{ads}

Jayrambati Belur Math Sri Sri Ma Sarada Sri Sri Ma Sarada's Birth anniversary Sri Ramkrishna Paramhansadeb Swami Vivekananda Cultures of India Tradition Bankura West Bengal India

Last Updated :