ঝাড়গ্রামে বাইক দুর্ঘটনায় আহত ব্যাক্তির বিয়োগের পরে বচসায় জড়াল ঝাড়গ্রাম হাসপাতাল কতৃপক্ষ এবং গ্রামবাসীরা। সেই বিরোধের জেড়েই আজ সকাল থেকে অবরুদ্ধ করা হয়েছে ঝাড়গ্রামের ৫ নম্বর রাজ্য সড়ক।
.jpeg)
স্থানীয় বাসিন্দা এবং আহতের পরিবারের বক্তব্য, গত মঙ্গলবার পিকপভ্যানের সঙ্গে মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হন অজিত শিঠ নামে একজন ব্যাক্তি। দুর্ঘটনার পরের মূহূর্তেই তাঁকে ভর্তি করা হয় ঝাড়গ্রাম হসপাতালে। সেখানেই চিকিৎসা চলাকালীন করোনা ধরা পড়ে বলে দাবি করে হাসপাতাল কতৃপক্ষ। বেশ খানিকক্ষণ চিকিৎসার পর শেষ নিশ্বাস ত্যাগ করেন সেই ব্যাক্তি। পরবর্তীকালে ব্যাক্তির দেহ ছাড়তে অস্বীকার করে হাসপাতাল কতৃপক্ষ এবং করোনার নিয়ম অনুসারেই দেহ সৎকারের কথা জানানো হয় পরিবারকে। তারপর থেকেই গ্রামবাসী এবং হাসপাতাল কতৃপক্ষের মধ্যে মতবিরোধ শুরু হয়।
গ্রামবাসীদের প্রত্যেকের দাবি, সেই ব্যক্তির করোনা হয়নি। সম্পূর্ণ ভুল সিদ্ধান্তের বশে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। ফলত, তারা মৃতদেহ স্বাভাবিক নিয়মেই সৎকার করার দাবি জানিয়ে দেহ ফেরত চায়। কিন্তু সেই দাবি পূরণে অস্বীকার করে ঝাড়গ্রাম হাসপাতাল। সেই প্রতিবাদেই আজ সকাল থেকে গ্রামবাসীরা অবরোধ করেছে বিনপুর থানার কাছে ঝাড়গ্রামের ৫ নম্বর রাজ্য সড়ক। এখনো পর্যন্ত সঠিক খবর কিছু পাওয়া যায়নি। তবে পরবর্তীকালে বিশদ ভাবে পর্যালোচলার মাধ্যমে নতুন তথ্য পাওয়া যেতে পারে বলে অনুমান করা যায়।

Last Updated : 4 years ago