header banner

জনসভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভের বানী ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর মুখে

article banner

শুভেন্দু ও দিলীপ ঘোষের সভার পরই ঝাড়গ্রামে বৃহস্পতিবার বিকেলে সভা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন।এদিন ঝাড়গ্রামের সার্কাস ময়দানে ঝাড়খণ্ড মুক্ত মোর্চার পক্ষ থেকে আহ্বান করা হয় এই সভার জন্য। বিকেলে হেমন্ত নরেন হেলিকপ্টারে করে পৌঁছান সভাতে। এরপর বিজেপিদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি বলেন বিজেপি সরকার আদিবাসিদের চকিতে পিষতে চাইছেন।আদিবাসিদের পিসে দেওয়ার জন্য নতুন নতুন আইন লাগু করেছেন। তিনি আরও অভিযোগ তোলেন বিজেপি সরকারের বিরুদ্ধে, বলেন দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছেন। এছাড়া উনি বলেন তিনি জঙ্গলমহলের আদিবাসি মোর্চাদের সমস্ত ন্যায্য দাবি দাবাকে সামনে রেখে তার এই লড়াই।তিনি আদিবাসীদের অধিকার সুনিশ্চিত করার দাবি তোলেন।সভামঞ্চে তিনি তার বক্তব্য রাখতে গিয়ে বলেন আদিবাসীরা দু পয়সাতে বিক্রি হবার জন্য নয়। পয়সার বদলে ভুমি অহিগ্রহনের ব্যাবস্থা করবেন।হেমন্ত সরেন সরাসরি বলেন এখন যারা দেশ শাসন করছে তাদের নিজেদের করার ক্ষমতা কিছুই নেই কিন্তু পূর্বজরা যা রেখে দিয়ে গেছেন তাও শেষ করে ফেলছেন। এমন সময় আসছে খুন সস্তা আর পানি দামি হবে বলে মন্তব্য রাখেন।তিনি দুঃখ প্রকাশ করেন যে সময়ের অভাবের কারনে তিনি সব কথা বলতে পাড়ছেন না।কিন্তু তিনি বিন্দু বিন্দুতে বিশ্বাসী। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, এখানকার মানুষ সঠিক অধিকারের জন্য লড়াই করবেন।


প্রতিবেশী রাজ্য ঝাড়গ্রামের সভাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গেছে। জঙ্গল্মহলের ভোট সমীকরণ এখন পাখির চোখের মতো ধরা দিচ্ছে। তৃণমূল ও বিজেপি দুই শক্তিশালী দলের নজর রয়েছে জঙ্গলমহলের দিকে, সেখানে পার্শ্ববর্তী রাজ্য থেকে এসে এই বিশাল জনসভা কি চিন্তায় ফেলে দিচ্ছে বাংলার বড় বড় রাজনৈতিক দলগুলিকে? 

 

 

{ads}
 

Jharkhand West Bengal Jhargram CM Of Jharkhand Jungle Mahal Hemanta Noren Morcha BJP Dilip Ghosh Suvendu Adhikari Politics Election India

Last Updated :