header banner

জীতেন্দ্রর গেরুয়া-স্নান

article banner

পুরোনো জল্পনাই ফের বেশ কিছু সময় পরে সত্যি হয়ে দাঁড়ালো। আসানসোলের তৃনমূলের দাপুটে নেতা জীতেন্দ্র তিওয়ারী যোগ দিলেন পদ্মফুলের শিবিরে। যার ফলে আবারও দলবদলের আহবে আরো এক তৃনমূলের অন্যতম দাপুটে নেতা একুশের মহারনের ঠিক আগেই প্রস্থান করলেন দল ছেড়ে এবং সাথে সাথে যোগ দিলেন বিপক্ষ দলের শিবিরেও। দলবদলের আবহে ফের বাজিমাত করল বিজেপি।


উল্লেখ্য বিষয় ২০২০ সালের ১৬ই ডিসেম্বর হঠাতই দলের বিরুদ্ধে শহরের উন্নয়ন ও আরও বিভিন্ন প্রসঙ্গে একাধিক অভিযোগ তুলে আসানসোল পৌরনিগমের পুর প্রশাসকের পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। তার কিছু পরেই দলের জেলা সভাপতির পদ থেকেও অবসর নিয়েছিলেন তিনি। কিন্তু তার পরেই তিনি আবারও নিজের ভুল স্বীকার করে দলে ফিরে আসেন। সম্প্রতি দলের এক সভায় সুব্রত বক্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেও থাকতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু শেষ মুহুর্তে সেই আবার ক্লাইম্যাক্সে এসে দলবদল করলেন তিনি। দলে ফিরলেও হয়ত নিজের মনের মতো দায়িত্ব না পাওয়া এবং নির্বাচনে সঠিক কেন্দ্রে টিকিট না পাওয়ার অসন্তোসেই দল পরিবর্তন করলেন আসানসোলের এই দাপুটে নেতা বলে মতামত রাজনৈতিক মহলের। 

{ads}

Jitendra Tiwari BJP TMC Asansol Election Assembly Election Politics Dilip Ghosh Mamata Banerjee Breaking News West Bengal India

Last Updated :