header banner

SSC Case : আচার্য সদনের বাইরে চাকরিহারাদের জমায়েত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : চাকরি হারাদের আন্দোলকে রুখতে বুধবার পুলিশ শিক্ষকদের উপর ব্যাপক লাঠি চালায়। শিক্ষকদের পেটে লাথি মারতেও দেখা যায় পুলিশ কর্মীকে। কিন্তু এভাবেও তাদের আন্দোলন থামাতে পারেনি। বুধবার রাত বাড়ার পর জমায়েত শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশনের দফতর তথা আচার্য সদনের (Acharya Sadan) বাইরে।

{link}

বুধবার রাত ১০ টার কিছু আগে থেকে শুরু হয়েছে সেই জমায়েত। কয়েকজন চাকরিহারা শিক্ষক উপস্থিত হয়েছেন সেখানে। তাঁরা আচার্য সদনের বাইরেই রাত কাটাবেন বলে জানিয়েছেন। জমায়েত হওয়ার পর সেখানে পৌঁছয় পুলিশ। পুলিশের তরফে তাঁদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা হয়। পরে আচার্য সদনের বাইরে বিএনএস-এর ১৬৩ ধারার নোটিস ঝুলিয়ে দেওয়া হয়। পুলিশের এখনো হাতিয়ার ১৬৩ ধারা।

{link}

তবে তাতেও পিছপা হতে নারাজ আন্দোলনকারীরা। রাতেই সেখানে পৌঁছলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। ১৬৩ ধারার নোটিস ঝুলিয়ে দেওয়ার পরও আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা সেখানেই রাত কাটাবেন। এক আন্দোলনকারী বলেন, “আমাদের একটাই দাবি, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা হোক। এই অফিসের সামনেই আমরা আন্দোলন চালিয়ে যাব।” তারা আন্দোলনকে আরও দীর্ঘস্থায়ী করতে চায়। তাদের প্রধান দাবি সরকার অযোগ্যদের লিস্ট প্রকাশ করুক। কিন্তু সরকার তা কিছুতেই করবে না।

{ads}

 

News Breaking News Acharya Sadan SSC Case সংবাদ

Last Updated :