header banner

Joy Sengupta : ভূপতিনগর থানার ওসিকে প্রশ্ন করলেন জয় সেনগুপ্ত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক: এই ধরনের রিপোর্ট লেখার সাহস ওসি পেলেন কী করে? পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার ওসিকে এই ভাষায়ই প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। সোমবার বিচারপতি সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চে চলছিল এই মামলার শুনানি। সেখানে আদালতের রক্ষাকবচের ফলে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে অভিযুক্তরা, এই মর্মে রিপোর্ট দেওয়া হয় ভূপতিনগর থানার তরফে। এর পরেই ক্ষুব্ধ বিচারপতি সেনগুপ্ত প্রশ্ন করেন, ওসিকে বলতে হবে আদালতের রক্ষাকবচের ফলে কবে, কোথায় বানচাল হয়েছে নির্বাচন আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে ওসিকে এই রিপোর্টের ব্যাখ্যা দিতে হবে বলেও নির্দেশ দেয় আদালত।

{link}

এর পরেই ওসির সাহস নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সেনগুপ্ত। ভূপতিনগর থানার ওসিকে সশরীরে হাজিরার নির্দেশও দিয়েছে আদালত। আগামিকাল মঙ্গলবার ফের হবে এই মামলার শুনানি। এদিন পর্যন্ত মামলাকারীদের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া আইনি পদক্ষেপ করতে পারবে না বলেও মৌখিক নির্দেশ দেন বিচারপতি সেনগুপ্ত।

{link}


তপন মিদ্দে নামে বিজেপির এক স্থানীয় নেতার বিরুদ্ধে গত তিন বছরে ২৬টি ফৌজদারি মামলা দায়ের করেছে ভূপতিনগর থানার পুলিশ। এর মধ্যে ১৫টিতে ইতিমধ্যেই দাখিল করা হয়েছে চার্জশিট। মামলাকারীর দাবি, তাঁর নামে কোনও এফআইআর নেই। কোন কোন মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তা নিয়ে আদালতের নির্দেশে এদিন রিপোর্ট দেওয়া হয় ভূপতিনগর থানার তরফে।

{ads} 

News Purba Medinipur Bhupatinagar Police Station OC Kolkata High Court Kolkata High Court Justice Joy Sengupta Politics Politician Election Election 2024 Lok Sabha Election সংবাদ

Last Updated :