header banner

চা কি সামিয়ানা ভরাতে পারবে ?

article banner

বৃহস্পতিবার সকালে বাগনানে একটি চা চক্রের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারন সম্পাদক তথা পুরুলিয়ার সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বৃহস্পতিবার সকালে বাগনানের বেনাপুর কিশোরপুর প্রাতঃভ্রমনে বেরিয়ে চা চক্রে কর্মীদের সাথে মিলিত হন তিনি। তিনি ছাড়াও চক্রে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা তথা জেনারেল কনভেয়ার অনুপম মল্লিক, কো-কনভেয়ার মনোজ পান্ডে। {ads}
আলোচনার পর জ্যোতির্ময় বাবু বলেন আগামী দিনে বিজেপির কেন্দ্রীয় স্তরের একাধিক গুরুত্বপূর্ন নেতৃবৃন্দ দফায় দফায় এই রাজ্যে আসবেন। তাঁরা সংগঠনের কাজ যেরকম খতিয়ে দেখবেন এর সাথে সাধারন মানুষের সঙ্গেও তাঁরা নিবিড় যোগাযোগ গড়ে তুলবেন। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জেলায় ছোট ছোট সমাবেশ করার কথাও ভাবছেন তাঁরা।  
ভোটের আগে কার্যত সবদিক থেকেই নিজেদের ভীত শক্ত করতে চাইছে বিজেপি। একদিকে ভোটের লড়াই করার জন্য বুথ লেভেল থেকে শুরু করে সমস্ত কর্মীদের বিশেষভাবে প্রশিক্ষন দেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে এবং অন্যদিকে রাজ্যের বিজেপির বিভিন্ন স্তরের নেতারা প্রতিদিন জনসংযোগ বাড়াতে বিভিন্ন যায়গায় তারা যা চক্রের আয়োজন করছেন। উদ্দেশ্য সাধারন মানুষের মন জয় করা আবার একই সঙ্গে সাধারন প্রান্তিক মানুষের সুখ দুঃখের কথা শোনা। সার্বিকভাবে বিজেপির পালে হাওয়া লাগাতে জনসমর্থনকেই গুরুত্ব দিচ্ছে বিজেপি। {ads} 
 

Jyotirmoy Singh Mahato Amit Shah BJP 2021 Election West Bengal

Last Updated :