header banner

সম্পত্তির লোভে বাবাকে খুন

article banner

টেলিভিশনের সিরিয়াল গুলি বাস্তবের ন্যায় পরিচিত তা আবার প্রমানিত হল । সম্পত্তির লোভে বাবাকে হত্যা করে নাটকের ন্যায় এক গল্প বানিয়েছিল উলুবেড়িয়ার যুধিষ্ঠির প্রামানিক।ছোট ভাইয়ের প্রতি সম্পত্তির ভাগের হিংসা তাঁকে পিতৃ খুনের সিদ্ধান্তে অগ্রসর করল ।শুধু তাই নয় খুনের পর তাঁকে লুকিয়ে রেখে ভিন্ন ভাবে নিজের কষ্ট প্রকাশে  পিছুপা হননি।
কিন্তু চারদিন পর অবশেষে ধরা পড়েন শ্যামপুরের ইটভাটা শ্রমিক মনোরঞ্জন প্রামাণিকের ছেলে যুধিষ্ঠির প্রামানিক। বাবাকে খুন করে ইটভাটায় নিজের কাজে চলে যায় ছেলে যুধিষ্ঠির। পরে আবার বাবার মৃত্যুর খবর গেলে সে ছুটে আসে। গত ১৪ ই ডিসেম্বর ভোর রাতে যুধিষ্ঠির বাবাকে খুন করেছিল। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। শনিবার তাকে উলুবেড়িয়া আদালতে তোলা হয় বিচারক তার পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।{ads}
       পুলিশ সূত্রে জানা গিয়েছে যুধিষ্ঠির প্রাথমিকভাবে বাবাকে খুনের কথা স্বীকার করেছে। পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে সম্পত্তিগত কারণেই এই খুন।  জানা গিয়েছে যুধিষ্ঠির ও তাঁর পিতা ছিলেন দুটি ভিন্ন ইটভাটার কর্মী।  খুনের দিন যুধিষ্ঠির আগে বেরিয়ে যান পরে তার বাবা মনোরঞ্জন বের হন। ওই দিনে যুধিষ্ঠির কাজে যাননি। উনি রামেশ্বরপুর ঘটনাস্থলে লুকিয়ে ছিলেন। তারপর ঝোপ বুঝে কোপ মারে। যুধিষ্ঠির বাবা মনোরঞ্জনের উপর চড়াও হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে। এরপর সে নিজের কাজে চলে যায় অন্য এক ইটভাটায়। আবার পরে বাবার খুনের খবর পেলে ঘটনাস্থলে আসে এবং পরিবারের অন্যান্যদের মত বিলাপ করে।{ads}
 

Uluberia Murder Property Father Son News Bengali

Last Updated :