header banner

North Bengal : দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আজ, সোমবারও রাজ্যজুড়েই ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। দমকা ঝোড়ো হাওয়া লন্ডভন্ড করে দিতে পারে দুই-এক জায়গা। দক্ষিণবঙ্গে আজ, সোমবার বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। এর ফলে গত কয়েক দিনের দাবদাহ থেকে দক্ষিণে মুক্তি। আগামী ২ দিনে রাজ্যজুড়েই দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে ঝড়-বৃষ্টির কারণে। 

{link}

 


আজ বাঁকুড়া, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা। বজ্রপাতের আশঙ্কাও থাকবে। এমনটাই সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের ৷এর পাশাপাশি আগামী ২-৩ ঘণ্টায় কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বজ্রপাতের আশঙ্কা থাকবে।সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাতের আশঙ্কা থাকবে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ আবহাওয়া দফতরের।

{link}

 

মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও।মঙ্গলবার ঝড়-বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই।

{ads}

 

News Howrah Kolkata Weather Weather Report District Kalbaisakhi South Bengal North Bengal Alipore Meteorological Department Monsoon Season Rain সংবাদ

Last Updated :