header banner

আত্মবিশ্বাস বর্তমান দুই পক্ষেই, জনতার আস্থা কার দিকে?

article banner

আমার জয় সুনিশ্চিত, যিনি দলের সাথে, ডোমজুড়বাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাকে তৃতীয় নম্বরে নামানোই এখন লক্ষ্য, রাজীব বন্দোপাধ্যায়কে নাম না করে তিব্রভাবে বুধবারের প্রচারে আক্রমন করলেন ডোমজুড়ের তৃণমূল-কংগ্রেস প্রার্থী কল্যান ঘোষ। আজ সকালে ডোমজুড় কেন্দ্রের অন্তর্গত সাপুইপারা অঞ্চলে কয়েকশো কর্মী-সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেস পার্থী কল্যান ঘোষ তার নির্বাচনী প্রচার করেন। তিনি দাবি করেন বিগত দশ বছরে ডোমজুড় কেন্দ্রে যা উন্নয়ন হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের করেছেন। এতে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় কোনো রকম হাত নেই । তিনি ডোমজুড় কেন্দ্রের সাধারণ মানুষের সঙ্গে এবং তৃণমূল-কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। সেই সাধারণ মানুষ ও কর্মীদের আবেগ থেকে তারা তাকে কালো পতাকা দেখাচ্ছেন। এর পাশাপাশি তিনি অভিযোগ করেছেন গোটা হাওড়া জেলা থেকে গুন্ডা মস্তানদের নিয়ে এসে তিনি এখানে অত্যাচার সন্ত্রাস চালাচ্ছেন। তাই ডোমজুড় কেন্দ্রে রাজীব বন্দ্যোপাধ্যায় কে তৃতীয় স্থানে পাঠিয়ে দেওয়াই এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের।


একুশের বিধানসভা নির্বাচনের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ডোমজুড়। ডোমজুড় কেন্দ্রের দুই পুস্প-শিবিরের প্রার্থীই জমা দিয়ে দিয়েছেন তাদের নমিনেশন। একদিকে রাজীব ব্যানার্জি বলছেন ডোমজুড় তার জন্য একটি বৃহৎ পরিবার। আর ডোমজুড়ের মানুষ জানে রাজীব বন্দোপাধ্যায় কি। সেই আত্মবিশ্বাস নিয়ের লড়াইয়ের ময়দানে নেমেছেন তিনি। অন্যদিকে কল্যান ঘোষ লড়ছেন দিদির কাজ কে সামনে রেখে। তার বক্তব্যে রাজীব বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকতা করেছেন ডোমজুড়ের মানুষের সাথে, আর সেই বিশ্বাসঘাতকতার জবাব মানুষ তাকে ভোটবাস্কে দেবে। এখন  ডোমজুড়ের মানুষ কাকে নিজদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেয় তাই দেখার বিষয়। 

{ads}
 

Kalyan Ghosh Rajib Banerjee TMC BJP Election West Bengal Assembly Election Election Domjur Politics News Howrah West Bengal India News

Last Updated :