header banner

Kanchanjungha Express : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  গা শিউরে ওঠার মতো দুর্ঘটনার কবলে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjungha Express)। দেশে ফের এক ভয়াবহ রেল দুর্ঘটনা।সোমবার সকালে নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) স্টেশন ছেড়ে এগিয়ে যায় শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাঙাপানি স্টেশনে ঢোকার আগেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

{link}

উল্টোদিক থেকে ওই লাইনেই ছুটে আসে একটি মালগাড়ি। সজোরে সেটি ধাক্কা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। আগরতলা থেকে শিয়ালদা আসার পথে নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে ফাঁসিদেওয়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। মালগাড়ির সজোরে ধাক্কায় দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে যায় কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের দুটি কামরা। "উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। ড্রাইভার (লোকো পাইলট) যে সিগন্যাল উপেক্ষা করেছিল তার মৃত্যু হয়েছে এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডও প্রাণ হারিয়েছে।  

{link}

ঘটনার জেরে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে ৬টি মৃতদেহ। দুর্ঘটনায় আহতদের সংখ্যা অনুমান করা হচ্ছে ৫০। আগরতলা-শিয়ালদহ রুটের (Agartala-Sealdah route)  সমস্ত রেলস্টেশনে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। 

{ads}

News Breaking News train accident Kanchenjunga Express North Bengal Medical College and Hospital Death New Jalpaiguri Rail Station Rangapani Station Signal Break Agartala-Sealdah route Help

Last Updated :