header banner

Jagdeep Dhankhar : কপিল সিব্বলের সমালোচনায় উপ-রাষ্ট্রপতি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আর জি কর কান্ড এখন একটা জাতীয় ইস্যু। এমন কি দেশের বাইরেও বহু জায়গায় ছাত্রমহল এর প্রতিবাদে সোচ্চার হয়েছে। আগে সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্যের আইনজীবী (Indian lawyer) কপিল সিবাল (Kapil Sibal) আর জি করের ঘটনাকে বলেছিলেন,'অসুস্থতা, সাধারণ ঘটনা।' তখনই তার তীব্র সমালোচনা করে উপ-রাষ্ট্রপতি (Vice President) বলেছিলেন, "সুপ্রিম কোর্টের সদস্য এবং সংসদের সদস্য পদমর্যাদায় থাকা একজন কলকাতার (Kolkata) ঘটনাকে অসুস্থতা বলেছেন।

{link}

এই নৃশংস ঘটনাকে সাধারণ ঘটনা বলার চেষ্টা করেছেন।” এবার তিনি আক্রমনকে আরো শানিত করেছেন। রবিবার ঋষিকেশের (Rishikesh) এইমসে একটি অনুষ্ঠানেও আরজি কর হাসপাতালের ঘটনা এবং সে প্রসঙ্গে কপিল সিবাল এর মন্তব্য টেনে আনেন উপরাষ্ট্রপতি। আরজি কর কাণ্ডের নিন্দা করে তিনি বলেন, “এই ধরনের ঘটনা গোটা মানবসমাজকে লজ্জিত করে। যখন মানবতা লজ্জিত হচ্ছে, তখন কিছু কণ্ঠ এমন কিছু বলছে, যা উদ্বেগ তৈরি করছে।

{link}

এরা শুধু আমাদের কষ্ট বাড়াচ্ছে। যখন একজন সাংসদ, প্রবীণ আইনজীবী এই ধরনের ঘটনাকে ব্যধি, সাধারণ ঘটনা বলে উল্লেখ করেন, তখন তার প্রভাব চরম মাত্রায় হয়। এই ধরনের ভাবনার ক্ষেত্রে কোনও অজুহাত হয় না। এই ধরনের চিন্তাভাবনা পুনর্বিবেচনা করার এবং জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। রাজনীতির প্রিজম দিয়ে দেখার মতো ঘটনা নয় এটি।" হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তার প্রয়োজনীয়তা নিয়েও সরব হন উপরাষ্ট্রপতি (Jagdeep Dhankhar)।

{ads}

News Breaking News R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Banerjee Politics Politician Kolkata Supr

Last Updated :