শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : গত কয়েক বছরের মধ্যে জঙ্গলমহলের পুরুলিয়া (Purulia) প্রায় সব দিক দিয়ে দ্রুত এগিয়ে চলেছে। তা পড়াশুনা হোক, খেলা হোক কিংবা ক্যারাটে। পুরুলিয়াতে শুরু হয়েছে ষষ্ঠ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ (Karate Championship)। লক্ষ্য ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করা। অ্যাডভান্স ক্যারাটে একাডেমির তত্ত্বাবধানে এবং কিউকোসিন কায়িকান ইউনিয়নের রেকগনাইজেশনে এই অনুষ্ঠানটি পুরুলিয়ার জে কে কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
{link}
জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতা থেকে যে সমস্ত প্রতিযোগীরা উত্তীর্ণ হবেন, আগামীদিনে তারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পাবেন। সেখানে যারা নিজেদের তুলে ধরতে পারবেন, তাঁরা পরবর্তীতে ন্যাশনাল লেভেল, এশিয়ান স্তর এবং সবশেষে ওয়ার্ল্ড কাপে যাওয়ার সুযোগ পাবেন। মূলত এই মঞ্চ তৈরি হয়েছে আগামীর আন্তর্জাতিক চ্যাম্পিয়নদের খোঁজ পেতে।
{link}
এই বিষয়ে কেউকোশিন ইউনিয়ন ইন্ডিয়ার সেক্রেটারি অভিজিৎ শীল বলেন, ইতিপূর্বেও জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় পুরুলিয়ার ছেলে-মেয়েরা অংশগ্রহণ করেছে। এ-বছরও তাদের লক্ষ্য থাকবে আন্তর্জাতিক স্তরে জায়গা করে আসা। এই বিষয়ে কিউকোসিন কায়িকান ইউনিয়ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট সোমনাথ দে বলেন, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল, প্রতিভাবান ক্যারাটে প্রতিযোগীদের খুঁজে বের করে, তাদের আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া।
{ads}