header banner

নব বিবাহিতদের ঘরে কার্তিক ফেলার ধুম, মধ্যরাতে 'দুয়ারে কার্তিক' রাজ্যজুড়ে!

article banner

নিজস্ব সংবাদদাতা: খুচ-খাচ শব্দ, চুপি চুপি কাজটা সেরেই কেটে পড়তে হবে। বুঝতে দেওয়া যাবে না কেউ এসেছিল বলে। কোনভাবে টুকুস করে বসিয়ে রেখেই তেড়ে দৌড়!! কাজ হাসিল হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে সবে বাড়িতে বিয়ে হয়ে আসা নতুন বউয়ের চৌকাঠের সামনের দৃশ্য দেখে মুখে লজ্জার হাঁসি। “ওগো শুনছো, কীর্তি দেখে যাও! বাড়ির সামনে কে দাঁড়িয়ে দেখ!” হ্যাঁ বাঙালি বাড়িতে এইভাবেই আসেন মা দুর্গার সুপুরুষ সন্তান কার্তিকেয়, সাথে বাহন ময়ূর। 

{link}
কার্তিক পুজোর আগের দিন গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত নব বিবাহিতদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার ধুমে গতকাল মেতে উঠেছিল গোটা রাজ্য। আনন্দ উল্লাসের ঘটা বাদ পড়েনি কোথাও। নদিয়ার শান্তিপুর কামারপাড়া ও বাদ গেল না । এই এলাকার যুবকরা জানিয়েছে যাদের নতুন বিবাহ হয়েছে এবং বন্ধুবান্ধব সম্পর্কের মধ্যে পড়ে তাদের বাড়িতেই তারা কার্তিক ঠাকুর ফেলছে তাদের পুত্র সন্তান লাভের আশায় । এছাড়াও নিমন্ত্রণ পাওয়ার আশায়ও বটেই। প্রত্যেক বছরই এই দিনটিতে তারা এভাবেই তাদের বন্ধু-বান্ধবের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে থাকে। এ বছরও তারা রাত জেগে তাদের বন্ধু-বান্ধবের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে।  দুয়ারে কার্তিক দেখে অগত্যা গৃহস্থ বাধ্য হয়ে কার্তিক পুজো করে থাকে। শুধু শান্তিপুর নয় কার্তিক পূজার আগের দিন গোটা জেলা তথা রাজ্যের বিভিন্ন অঞ্চলে চলল  দুয়ারে কার্তিক ফেলার এই কর্মসূচি। রাতদুপুরে ‘দুয়ারে কার্তিক’ প্রকল্প বলাই চলে আরকি!! 
{ads}

news Kartik Puja Nadia West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article