header banner

Swami Pradiptananda : কার্তিক মহারাজের মামলা খারিজ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ (Swami Pradiptananda) বিজেপি (BJP) পন্থী বলে অনেক আগেই আক্রমন সানিয়েছিল তৃণমূল (TMC)। এবার তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগ করলেন বিধান নগরের বিধায়ক সব্যসাচী দত্ত। কিন্তু বুধবার বিকেলে সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা উচ্চ-আদালত।

{link}

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন কথা বলে মানহানি করা হয়েছে বলে অভিযোগ তুলে মানহানির মামলা করেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। সেই মামলা খারিজ করে দিল হাইকোর্ট। শুধু তাই নয়, মামলাকারীকেই ১১ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয়কুমার গুপ্তার বেঞ্চ। দিঘার জগন্নাথ মন্দির নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করেছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। সব্যসাচী দত্ত অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা হয়েছে।

{link}

এরপরই হাইকোর্টে মানহানির মামলা করেন তিনি। এদিন দুই বিচারপতির বেঞ্চ বলে, মামলার কোনও সারবত্তা নেই। অযথা আদালতের সময় নষ্ট করা হচ্ছে। এরপরই মামলাকারীকে ১১ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় বেঞ্চ। কার্তিক মহারাজের বিরুদ্ধে মানহানির মামলা খারিজের পর তৃণমূলকে আক্রমণ করল গেরুয়া শিবির। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “সত্য প্রতিষ্ঠা পায়। ভারতীয় বিচারব্যবস্থা এখনও শেষ হয়ে যায়নি। ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীকে কালিমালিপ্ত করা চেষ্টা করেছিলেন।”

{ads}

 

News Breaking News Swami Pradiptananda Mamata Banerjee সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article