header banner

কাশফুলের বালিশ! হাওড়া জেলার সাঁকরাইল ব্লকে শুরু হল মুখ্যমন্ত্রীর কথা বাস্তবায়নের কাজ

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করেছিলেন, কাশফুল দিয়ে বালিশ তৈরি করার। তার সেই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিপুল ট্রোল হয়েছিল নেট দুনিয়ায়। কিন্তু তার সেই কাশ-বালিশের আজগুবি কল্পনাই এবার হতে চলেছে বাস্তব। এবার কাশফুল দিয়েই তৈরি হবে বালিশ! তাও আবার খোদ হাওড়ার বুকে। 

{link}
হাওড়ার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী যে সম্ভাবনাকে বাতলে দিয়েছিলেন তা বাস্তবায়নের পথে। ইতিমধ্যেই দেশের মধ্যে প্রথম এই ধরনের উদ্যোগ হিসেবে পশ্চিমবঙ্গ প্রশংসা কুড়িয়েছে। এবার রাজ্যের মধ্যে প্রথম হাওড়া জেলার সাঁকরাইল ব্লকে শুরু হল বালিশ তৈরির কাজ। সোমবার ধুলাগড় পঞ্চায়েতে আইসিএআর, বিশ্ব বাংলা এবং রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় কাশ বালিশ তৈরীর কাজ। স্বনির্ভর গোষ্ঠী মহিলা শুরু করেছেন প্রথম ধাপের কাজ। পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হওয়া এই কাজে ব্যবহার করা হবে ৭৫ শতাংশ প্রাকৃতিক তুলো এবং ২৫ শতাংশ কাশফুল। তবে পরবর্তীতে এই পরিমাণ বাড়িয়ে ৫০ শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়া যায় কিনা তা নিয়েও গবেষণা চলবে।
{ads}

news Kashful Howrah Mamata Banerjee West Bengal সংবাদ

Last Updated :