শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : জঙ্গি হামলায় উত্তপ্ত কাশ্মীর (Kashmir)। জঙ্গিদের গুলিতে ঝাজরা হয়ে যায় পর্যটকরা। যার মধ্যে রয়েছে প্রচুর সংখ্যক বাঙালি পর্যটক। ঠিক তেমনি কাশ্মীরের ভূস্বর্গের আনন্দ নিতে হানিমুনে গিয়েছিলেন নদীয়ার কৃষ্ণনগরের দম্পতি সুদীপ্ত দাস ও দেবশ্রুতি দাস। গতকাল শুরু হয় জঙ্গি হামলা, সেই মুহূর্তের মর্মান্তিক পরিস্থিতির মধ্যে পড়তে হয় ওই দম্পতিকে।
{link}
পরবর্তীতে নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে তারা আশ্রয় নেয় এক নিকট আত্মীয়র বাড়িতে। কাশ্মীরের পেহেলগাওতে (Pahalgam) একের পর এক হামলা চালিয়েছে জঙ্গিরা, যেখানে প্রাণ গেছে ২৮ থেকে ৩০ জনের, যার মধ্যে রয়েছে একাধিক বাঙালি। ইতিমধ্যে জঙ্গি দমনে নেমে পড়েছে ভারতীয় সেনাবাহিনী। চলছে লড়াই। বর্তমান পরিস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে সুদীপ্ত দাস জানিয়েছেন, এই মুহূর্তে তারা সুরক্ষিত রয়েছেন ।
{link}
স্ত্রী দেবশ্রুতি দাস জানান, চোখের সামনে নৃশংস ঘটনার আতঙ্ক যেন এখনো কাটছে না তার। একের পর এক হামলার অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তিনি। বর্তমানে স্বামী স্ত্রী দুজনেই রয়েছেন শ্রীনগরের একটি আত্মীয়র বাড়িতে। আগামী দু একদিনের দিনের মধ্যেই রওনা দেবেন নদীয়ার উদ্দেশ্যে। স্বভাবতই ছেলে ও বৌমার বাড়িতে ফিরে আসার অপেক্ষায় রয়েছে নদীয়ার কৃষ্ণনগরের বাসিন্দা সুদীপ্ত দাসের পরিবার।
{ads}