header banner

Amit Shah : কাশ্মীর হবেই ভারতের, অমিত সাহা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ ছিল, ভারতের অংশ আছে। আমরা নিয়েই ছাড়বো। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে নির্বাচনী জনসভা থেকে আবারও উদীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি বাংলায় ৩০ টা আসন পেলেই তৃণমূল খন্ড খন্ড হয়ে যাবে। ২০১৯ নির্বাচনে বাংলা থেকে ১৮টা আসন দিয়েছিলেন। ফল হিসেবে রাম মন্দির পেয়েছেন। রাম মন্দিরের উদ্বোধনে দিদিকে ( মমতা বন্দ্যোপাধ্যায়) আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু দিদি যাননি কারণ উনি উনার ভোট ব্যাঙ্ককে ভয় পান। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা সত্বেও আমরা সিএএ, এনআরসি চালু করেছি। 

{link}

শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশ অভিযানের কথা উল্লেখ করে অমিত সাহা বলেন, রাজ্যের মন্ত্রীর বাড়িতে হানা দিলে ৫১ কোটি টাকা পাওয়া যায়। শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে চার আনা পয়সাও পাওয়া যায়নি। আপনার পুলিশকে আমরা ভয় পাই না। পুলিশি সন্ত্রাস বন্ধ করুন না হলে যে একটা দুটো সিট পাওয়ার সম্ভাবনা আছে তাও হাত থেকে চলে যাবে বলে স্পষ্ট জানান অমিত শাহ। বাংলার রাজনৈতিক হিংসার কথা উল্লেখ করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব ভোট গণনার পরেও যাতে বাংলায় প্যারা মিলিটারি থাকে তার ব্যবস্থা করতে। 

{link}

অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে এদিন শাহ বলেন, ভোট ব্যাংকের জন্য দেশের নিরাপত্তাকে বাজী রাখছেন দিদি। যা বাংলা ও দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। বিজেপি বাংলায় ৩০ টা আসন পেলে গরু পাচার বন্ধ হবে কয়লা চুরি বন্ধ হবে ও সীমান্ত অনুপ্রবেশ বন্ধ হবে। মানুষ তো দূরের কথা পাখিও ঢুকতে পারবে না। মাফিয়াদের খুঁজে খুঁজে উল্টো লটকে সোজা করা হবে বলেও হুঁশিয়ারি দেন শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। তারপরে ঘুর পথে মুখ্যমন্ত্রী হয়েছেন দিদি ( । এবার এত বেশি ভোটে হারান যে বিকল্প রাস্তা দিদি যেন না পান। কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে ভগবানপুর বিধানসভার মুগবেড়িয়াতে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু এদিন অমিত শাহের সভায় উচ্ছ্বসিত গেরুয়া শিবির।

{ads}

News BJP PM Modi Amit Shah Home Minister India Kashmir Purba Medinipur West Bengal Kanthi public meeting TMC CM Mamata Banerjee Abhishek Banerjee Suvendu Adhikari Vote Voter Electi

Last Updated :