header banner

লক্ষ্যে জনসংযোগ, কৃষ্ণনগরে প্রচার শুরু তৃণমূলের তারকা প্রার্থীর

article banner

“যৌথ পরিবারের পাঁচটা বাসন থাকলে আওয়াজ তো হবেই, কিন্তু দিনের শেষে আমরা নিজেরাই সেগুলো মিটিয়ে নিই”, প্রথম বিধানসভা ভোটের প্রচারে নেবে দলের গোষ্ঠী কোন্দলের প্রশ্নে জবাব কৃষ্ণনগর উত্তরের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানী মুখার্জীর।  প্রসঙ্গত কৌশানী মুখার্জীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করার পর গতকাল তিনি প্রথম কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে পা রেখেছেন। আর আজ থেকেই তিনি প্রচারে নেমে পড়লেন। তৃণমূল কংগ্রেসের এই তারকা প্রার্থী আরও বলেন,গতকাল আমি বলেছিলাম গাড়িতে করে নয় পায়ে হেঁটে মানুষের দরজায় দরজায় পৌঁছাব। আর আজ থেকেই সেই কাজ শুরু করে দিলাম। তিনি বলেন এই লড়াই বাংলার মানুষের লড়াই,এখানকার যারা স্থানীয় নেতৃত্ব আছে আমি তাদের শ্রদ্ধা করি এবং তারা যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। এর পাশাপাশি তিনি বলেন মাথার উপর দিদি আছে তখন আমাদের আর চিন্তা কিসের, তিনি যে জয়লাভ করতে চলেছেন আসন্ন নির্বাচনে সে বিষয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে তাকে।


এক কথায় আসন্ন নির্বাচনে রাজ চক্রবর্তি, জুন মালিয়ার মতোই তৃনমূলের অন্যতম প্রধান এক তারকা প্রার্থী হচ্ছে কৌশানি মুখোপাধ্যায়। অধিকাংশ ক্ষেত্রেই সাধারন জনগন অভিযোগ করেন প্রার্থী তালিকায় থাকা তারকা প্রার্থীদের ভোটের পর দেখাই যায় না। তাদের শুধু তারা দেখতে পান টিভির কিংবা সিনেমার পর্দাতেই। নিজের এলাকার মানুষদের কতোটাই বা চেনেন তারা? তাদের অসুবিধা গুলি কতোটাই বা জানেন? এহেন অভিযোগ যাতে তার বিরুদ্ধে না ওঠে সেটা রুখতে এবং জনসংযোগ বাড়াতে নিজের সবটা দিয়ে প্রচারের কাজে নেমে পড়েছেন অভিনেত্রী। লক্ষ্য একটাই, মানুষের ঘরে ঘরে পৌছে যাওয়া। 

{ads}

Kaushani Mukherjee Krishnanagar Election TMC Trinamool Congress West Bengal Assembly Election West Bengal India

Last Updated :